০৪:০৭ অপরাহ্ন, সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪
শিরোনাম
তাকরিমকে নিয়ে যে মন্তব্য করলেন ডিপজল
নিজস্ব সংবাদ দাতা
- আপডেট সময় ১১:১৯:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩
- / ১৩৮ বার পড়া হয়েছে
ঢাকাই চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। সম্প্রতি বিশ্বসেরা বাংলাদেশি হাফেজ সালেহ আহমদ তাকরিমকে নিয়ে মন্তব্য করেছেন এই অভিনেতা। সেই সঙ্গে তার জন্য দোয়াও করেছেন ডিপজল।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাতে ফেসবুক ভেরিফায়েড পেজে তাকরিমের একটি ছবি দিয়ে স্ট্যাটাস দিয়েছেন তিনি। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আল্লাহ তোমাকে আরও বড় করুক। দোয়া থাকবে’।
গেল ৪ এপ্রিল দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে বিশ্বসেরা হয়েছেন হাফেজ তাকরিম। এ দিন তাকে পুরস্কার ও সম্মাননা সনদ তুলে দেন শেখ মুহাম্মদ বিন রশিদ বিন মুহাম্মদ রশিদ আলে মাকতুম।
ডিপজল স্ট্যাটাসটি দেওয়ার সঙ্গে সঙ্গেই নজর কাড়ে নেটিজেনদের। রীতিমতো মন্তব্যের ঝড় উঠেছে অভিনেতার কমেন্টবক্সে। হাফেজ তাকরিমকে নিয়ে বিভিন্ন প্রশংসামূলক মন্তব্যও করছেন অভিনেতার ভক্ত-অনুরাগীরা।
ট্যাগস