০৮:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

তামিম-শান্তর বিদায়ে দিন শেষ করল টাইগাররা

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৬:১১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩
  • / ৭১ বার পড়া হয়েছে

তাইজুল ইসলামের ঘুর্ণি জাদুতে আয়ারল্যান্ডকে মাত্র ২১৪ রানে অলআউট করে দেয় বাংলাদেশ। এরপর প্রথম দিনে মাত্র ১০ ওভার ব্যাটিংয়ের সুযোগ পায় টাইগাররা। তবে এই সময়ে ৩৪ রান তুললেও দুই ওপেনার তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্তর উইকেট হারিয়ে বসেছে সাকিব আল হাসানের দল। ফলে দিনশেষে ১৮০ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা।

মঙ্গলবার (৪ এপ্রিল) মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টে আয়ারল্যান্ডের ২১৪ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে উদ্বোধনীতে নামেন ফিল্ডিংয়ে চোটে পড়ে শঙ্কায় থাকা তামিম ইকবাল। তার সঙ্গে ব্যাট করতে নামেন নাজমুল হোসেন শান্ত। তবে দলীয় ২ রানের মাথায় প্রথম উইকেট হারিয়েছে বাংলাদেশ। মার্ক এডায়ারের বলে নিজের প্রথম বলেই বোল্ড হয়েছেন শান্ত। ফলে শূন্যহাতে গোল্ডেন ডাকের লজ্জা নিয়ে মাঠ থেকে ফিরেছেন তিনি।

এরপর সাবেক অধিনায়ক মুমিনুল হককে নিয়ে দেখেশুনে খেলছিলেন তামিম। আইরিশ বোলারদের বাজে বলগুলোকে দুজনে মিলে সীমানা ছাড়া করছিলেন। তবে ১০ ওভারের শেষ বলে মার্ক এডায়ারের হাতে ক্যাচ দিলে থেমে যায় তামিমের ২১ রানের ইনিংস। এর পর পরই প্রথম দিনের খেলার সমাপ্তি ঘোষণা করেন আম্পায়াররা। দিন শেষে মুমিনুল হক ১২ রানে অলরাজিত আছেন। আগামীকাল তার সঙ্গে নতুন ব্যাটার দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন।এর আগে টস জিতে ব্যাট করতে নামে আইরিশরা।

নিজেদের প্রথম ইনিংসে হ্যারি টেক্টর ৫০, কার্টিস ক্যাম্ফার ৩৪ ও মার্ক অ্যাডায়ার ৩২ রান করলেও ৭৭.২ ওভারে ২১৪ রানে গুটিয়ে যায় আইরিশদের ইনিংস। টাইগার স্পিনার তাইজুল ইসলাম বল হাতে ক্যারিয়ারের ১১তম ৫ উইকেট তুলে নিয়েছেন। এছাড়া মেহেদি হাসান মিরাজ ও এবাদত হোসেন ২টি করে উইকেট শিকার করেন। বাকি ১টি উইকেট পান শরিফুল ইসলাম।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

তামিম-শান্তর বিদায়ে দিন শেষ করল টাইগাররা

আপডেট সময় ০৬:১১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩

তাইজুল ইসলামের ঘুর্ণি জাদুতে আয়ারল্যান্ডকে মাত্র ২১৪ রানে অলআউট করে দেয় বাংলাদেশ। এরপর প্রথম দিনে মাত্র ১০ ওভার ব্যাটিংয়ের সুযোগ পায় টাইগাররা। তবে এই সময়ে ৩৪ রান তুললেও দুই ওপেনার তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্তর উইকেট হারিয়ে বসেছে সাকিব আল হাসানের দল। ফলে দিনশেষে ১৮০ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা।

মঙ্গলবার (৪ এপ্রিল) মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টে আয়ারল্যান্ডের ২১৪ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে উদ্বোধনীতে নামেন ফিল্ডিংয়ে চোটে পড়ে শঙ্কায় থাকা তামিম ইকবাল। তার সঙ্গে ব্যাট করতে নামেন নাজমুল হোসেন শান্ত। তবে দলীয় ২ রানের মাথায় প্রথম উইকেট হারিয়েছে বাংলাদেশ। মার্ক এডায়ারের বলে নিজের প্রথম বলেই বোল্ড হয়েছেন শান্ত। ফলে শূন্যহাতে গোল্ডেন ডাকের লজ্জা নিয়ে মাঠ থেকে ফিরেছেন তিনি।

এরপর সাবেক অধিনায়ক মুমিনুল হককে নিয়ে দেখেশুনে খেলছিলেন তামিম। আইরিশ বোলারদের বাজে বলগুলোকে দুজনে মিলে সীমানা ছাড়া করছিলেন। তবে ১০ ওভারের শেষ বলে মার্ক এডায়ারের হাতে ক্যাচ দিলে থেমে যায় তামিমের ২১ রানের ইনিংস। এর পর পরই প্রথম দিনের খেলার সমাপ্তি ঘোষণা করেন আম্পায়াররা। দিন শেষে মুমিনুল হক ১২ রানে অলরাজিত আছেন। আগামীকাল তার সঙ্গে নতুন ব্যাটার দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন।এর আগে টস জিতে ব্যাট করতে নামে আইরিশরা।

নিজেদের প্রথম ইনিংসে হ্যারি টেক্টর ৫০, কার্টিস ক্যাম্ফার ৩৪ ও মার্ক অ্যাডায়ার ৩২ রান করলেও ৭৭.২ ওভারে ২১৪ রানে গুটিয়ে যায় আইরিশদের ইনিংস। টাইগার স্পিনার তাইজুল ইসলাম বল হাতে ক্যারিয়ারের ১১তম ৫ উইকেট তুলে নিয়েছেন। এছাড়া মেহেদি হাসান মিরাজ ও এবাদত হোসেন ২টি করে উইকেট শিকার করেন। বাকি ১টি উইকেট পান শরিফুল ইসলাম।