দর্শকের রুচি নিয়ে মুখ খুললেন পূজা
- আপডেট সময় ০১:২১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩
- / ১৫২ বার পড়া হয়েছে
বেশ কিছুদিন ধরে ইস্যুর টেবিলে রুচির রাজত্ব। তারকাদের অনেকেই এ নিয়ে নিজেদের মতামত ব্যক্ত করেছেন। এবার সেই দলে নাম লেখালেন চিত্রনায়িকা পূজা চেরি। তবে ওই ইস্যু ধরে কথা বলেননি পূজা।
নিজের সিনেমা নিয়ে কথা বলতে গিয়ে রুচির পরিবর্তনের পক্ষে কথা বলেছেন এ অভিনেত্রী। এবার ঈদে মুক্তি পেয়েছে পূজা অভিনীত ‘জ্বীন’ সিনেমাটি। গতানুগতিক গল্পের বাইরে অনেক কিছু উঠে এসেছে ভৌতিক আবহে তৈরি এ ছবিতে। এ প্রসঙ্গে তুলতে সংবাদমাধ্যমকে পূজা বলেন, ‘নিজেদের রুচির পরিবর্তন করতে হবে। এখন মানুষের রুচির পরিবর্তন হয়েছে।
তারা একঘেয়েমি কিছু পছন্দ করে না। আমরাও যদি গতানুগতিক সিনেমা দিয়েই চলি তাহলে আমাদের চেঞ্জ আসবে না।’তিনি আরও বলেন, ‘এই যে দর্শকের রুচি। এই রুচি বদলের জন্য আমাদেরও ভূমিকা রাখতে হবে। নিজেদেরই রুচির পরিবর্তনটা করতে হবে। শুধু অ্যাকশন মার মার কাট কাট সিনেমা নয়।
একটু অন্য ঘরানার সিনেমা দর্শকদের উপহার দিতে চাই।’প্রসঙ্গত, ‘জ্বীন‘ ছবিতে পূজা সঙ্গে জুটি বেঁধেছেন ছোট পর্দার অভিনেতা সজল নূর। আরও রয়েছেন জিয়াউল রোশান, জান্নাতুন নূর মুন। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন নাদের চৌধুরী।