১১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

দেশে ফিরেই বাবার কবরস্থানে ছুটে গেলেন মাহির স্বামী

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৮:০০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩
  • / ১২৮ বার পড়া হয়েছে

ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহির স্বামী আওয়ামী লীগ নেতা রকিব সরকার। রোববার (১৯ মার্চ) সকাল ১০টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। রকিবকে ফুলেল শুভেচ্ছা জানান স্ত্রী মাহিয়া মাহি।

ফেসবুকে স্বামীকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার একটি ছবি পোস্ট করে নায়িকা লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ’। এদিন বিমানবন্দরে নেমেই মাহিকে নিয়ে গাজীপুরে চলে যান রকিব সরকার। প্রথমেই চান্দনা চৌরাস্তা এলাকার কেন্দ্রীয় মসজিদের পাশে চিরনিদ্রায় শায়িত বাবা সামসুদ্দিন সরকারের কবর জিয়ারত করেন তিনি। এরপর সনি রাজ কার প্যালেসে যান রকিব। এ সময় তার সঙ্গে বিপুল সংখ্যক কর্মী-সমর্থক ছিলেন।

এদিকে শনিবার (১৮ মার্চ) সকাল ১০টা ৫০ মিনিটে বিজি ৩৩৬ ফ্লাইটে সৌদি আরবের জেদ্দা থেকে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন মাহি। ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের করা মামলায় সেখান থেকেই তাকে গ্রেপ্তার করে গাজীপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের একটি দল। গ্রেপ্তারের পর নায়িকাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়। যদিও ঘণ্টা পাঁচেক কারাবাসের পর জামিনে মুক্তি পান মাহি।

প্রসঙ্গত, শুক্রবার (১৭ মার্চ) সকালে ফেসবুক লাইভে মাহি ও তার স্বামী পুলিশের বিরুদ্ধে ‘ঘুস নিয়ে প্রতিপক্ষকে জমি দখল দেওয়ার চেষ্টা’র অভিযোগ করেন। সোশ্যাল মিডিয়ায় মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে সেদিন রাতেই ডিজিটাল নিরাপত্তা আইনে মাহি ও তার স্বামী রকিব সরকারের বিরুদ্ধে মামলা করেন গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার উপপরিদর্শক মোহাম্মদ রোকন মিয়া। এই মামলায় প্রধান আসামি রকিব সরকার এবং দ্বিতীয় আসামি মাহিয়া মাহি।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

দেশে ফিরেই বাবার কবরস্থানে ছুটে গেলেন মাহির স্বামী

আপডেট সময় ০৮:০০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩

ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহির স্বামী আওয়ামী লীগ নেতা রকিব সরকার। রোববার (১৯ মার্চ) সকাল ১০টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। রকিবকে ফুলেল শুভেচ্ছা জানান স্ত্রী মাহিয়া মাহি।

ফেসবুকে স্বামীকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার একটি ছবি পোস্ট করে নায়িকা লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ’। এদিন বিমানবন্দরে নেমেই মাহিকে নিয়ে গাজীপুরে চলে যান রকিব সরকার। প্রথমেই চান্দনা চৌরাস্তা এলাকার কেন্দ্রীয় মসজিদের পাশে চিরনিদ্রায় শায়িত বাবা সামসুদ্দিন সরকারের কবর জিয়ারত করেন তিনি। এরপর সনি রাজ কার প্যালেসে যান রকিব। এ সময় তার সঙ্গে বিপুল সংখ্যক কর্মী-সমর্থক ছিলেন।

এদিকে শনিবার (১৮ মার্চ) সকাল ১০টা ৫০ মিনিটে বিজি ৩৩৬ ফ্লাইটে সৌদি আরবের জেদ্দা থেকে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন মাহি। ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের করা মামলায় সেখান থেকেই তাকে গ্রেপ্তার করে গাজীপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের একটি দল। গ্রেপ্তারের পর নায়িকাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়। যদিও ঘণ্টা পাঁচেক কারাবাসের পর জামিনে মুক্তি পান মাহি।

প্রসঙ্গত, শুক্রবার (১৭ মার্চ) সকালে ফেসবুক লাইভে মাহি ও তার স্বামী পুলিশের বিরুদ্ধে ‘ঘুস নিয়ে প্রতিপক্ষকে জমি দখল দেওয়ার চেষ্টা’র অভিযোগ করেন। সোশ্যাল মিডিয়ায় মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে সেদিন রাতেই ডিজিটাল নিরাপত্তা আইনে মাহি ও তার স্বামী রকিব সরকারের বিরুদ্ধে মামলা করেন গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার উপপরিদর্শক মোহাম্মদ রোকন মিয়া। এই মামলায় প্রধান আসামি রকিব সরকার এবং দ্বিতীয় আসামি মাহিয়া মাহি।