নাফ নদী থেকে আইসসহ ৩ রোহিঙ্গা গ্রেপ্তার
- আপডেট সময় ১০:২৮:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩
- / ১১২ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফ উপজেলায় মিয়ানমার থেকে পাচারকালে ইয়াবা ও ক্রিস্টাল মেথসহ (আইস) তিন রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে বিজিবি। মঙ্গলবার (১৪ মার্চ) বিজিবির-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার (১৩ মার্চ) রাত সাড়ে ১২টায় নাফ নদীর জালিয়ার দ্বীপ সংলগ্ন এলাকায় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, উখিয়া ১২ নম্বর বালুখালী ক্যাম্পের আবু ছিদ্দিকের ছেলে মোহাম্মদ জাবের (১৯), ৩ নম্বর কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ হোসাইনের ছেলে সাকের (২২) ও মিয়ানমারের মংডু সিকদার পাড়ার হাছনের ছেলে মোহাম্মদ ইউনুছ (২৩)।
বিজিবি জানায়, সোমবার রাতে মিয়ানমার থেকে মাদকের চালান পাচারের গোপন খবরের ভিত্তিতে জালিয়ার দ্বীপ এলাকায় অবস্থান নেয় বিজিবি। এ সময় মিয়ানমার থেকে দুটি কাঠের নৌকায় করে ৮ থেকে ১০ জন ব্যক্তিকে সীমান্তের দিকে আসতে দেখে বিজিবি নৌকা থামানোর সংকেত দেয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে নৌকার আরোহীরা নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। এ সময় ধাওয়া করে তিনজনকে দুটি কাঠের নৌকাসহ গ্রেপ্তার করা হয়।
শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, সোমবার রাতে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। নৌকা দুটিতে তল্লাশি চালিয়ে এক কেজি ২৯৪ গ্রাম আইস ও ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে জব্দ করা মাদক ও নৌকাসহ আটকদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।