নিকের যে গুণ কাছে টানে প্রিয়াঙ্কাকে
- আপডেট সময় ১২:০১:০০ অপরাহ্ন, রবিবার, ২৩ এপ্রিল ২০২৩
- / ১৫৮ বার পড়া হয়েছে
বলিউড ও হলিউডের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। অভিনয়-সংসার নিয়েই সময় পার করলেও বর্তমানে প্রিয়াঙ্কা তার নতুন ছবির প্রচার নিয়েই ব্যস্ত। আর সেই প্রচারের ফাঁকেই স্বামী নিক জোনাসকে নিয়ে প্রশংসা করলেন প্রিয়াঙ্কা।
সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়ার হলিউড সিরিজ ‘সিটাডেল’ মুক্তির বিষয়ে সাংবাদিকদের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয়। আর সেখানেই সাংবাদিকের প্রশ্নে প্রিয়াঙ্কা সোজা জানালেন নিককে দেখে তার বাবার কথা মনে পড়ে!
অভিনেত্রী বলেন, আমার মা যখন প্রাইভেট প্র্যাকটিস শুরু করেন, তখন তিনি বাবার চেয়ে অনেক বেশি রোজগার করতেন। বাবা কখনো তাতে বাধা দেননি। বরং বাবা বলতেন, ‘সব উপার্জন ঘরেই তো আসছে’। নিকের মধ্যেও আমি এই গুণটা দেখি। আমার সাফল্যে ও হীনমন্যতায় ভোগে না। বরং আমার সাফল্যে আমার চেয়েও ওর উৎসাহ কয়েকগুণ বেশি।
প্রিয়াঙ্কার কথায়, নিকের এই গুণটাই তাকে আরো বেশি স্বামীর কাছে নিয়ে যায়।
প্রসঙ্গত, ২০১৭ সালে মেট গালার লাল গালিচায় একসঙ্গে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা ও নিক জোনাস। এরপর তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০১৮ সালের ১ ডিসেম্বর যোধপুরের উমেদ প্যালেসে খ্রিস্টান মতে প্রিয়াঙ্কা-নিকের বিয়ের আনুষ্ঠানিকতা হয়। পরের দিন হিন্দু রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন এই জুটি।