পাকিস্তানের কোয়েটায় বিস্ফোরণে পুলিশসহ নিহত ৪
- আপডেট সময় ০৩:১৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩
- / ৯৫ বার পড়া হয়েছে
পাকিস্তানের কোয়েটা শহরে আলাদা দুই বিস্ফোরণের ঘটনায় পুলিশসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২২ জন। মঙ্গলবার (১১ এপ্রিল) বিস্ফোরণে এই ঘটনা ঘটে। খবর ডেইলি ডনের। বিস্ফোরণে নিহত চার ব্যক্তির মধ্যে দুজন পুলিশের সদস্য। বিস্ফোরণ দুটির লক্ষ্যবস্তু ছিল পুলিশ বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
এ বিষয়ে পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা জোহাইব মহসিন বলেন, কোয়েটার শাহরাহ-ই-ইকবাল এলাকার কান্দাহারি বাজারের কাছে থাকা পুলিশের একটি গাড়ির পাশে প্রথম বিস্ফোরণটি ঘটে। এই কাজে বিস্ফোরকভর্তি একটি মোটরসাইকেল ব্যবহার করা হয়। এই বিস্ফোরণে পুলিশের দুজন সদস্য নিহত হন। বিস্ফোরণে আহত ব্যক্তিদের মধ্যে নারী ও শিশু রয়েছে।
তিনি বলেন, কোয়েটার শারিয়াব পাঠাক এলাকার কাছের মুনির মেঙ্গাল সড়কে পুলিশের গাড়ি লক্ষ্য করে অপর বিস্ফোরণটি ঘটে। এই বিস্ফোরণের ঘটনায় চারজন আহত হয়েছেন বলে কোয়েটা সিভিল হাসপাতাল কর্তৃপক্ষ জানায়। এদিকে, নিষিদ্ধ বিস্ফোরণের দায় স্বীকার করেছে বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)।