০৯:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

পিস্তল গুঁজে ভাইরাল ছবির সেই ছাত্রলীগ নেতা আটক

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৮:২৮:২৩ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩
  • / ৭৪ বার পড়া হয়েছে

ফরিদপুরের বোয়ালমারীতে কোমরে পিস্তল গুঁজে ফেসবুকে ছবি পোস্ট করা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শুভ্র দেব সিং ওরফে সুদেব সিং আটক হয়েছেন।রবিবার (২৬ মার্চ) বিকাল ৩টার দিকে তাকে আটক করে স্থানীয় পুলিশ।

সুদেব সিংয়ের দাবি, ছবিতে দেখানো তার ওই পিস্তলটি খেলনা পিস্তল ছিল। বোয়ালমারীর কাটাগড় মেলা থেকে তার ভাইপোর জন্য খেলনা পিস্তলটি তিনি কিনেছেন। মজা করতে গিয়ে খেলনা পিস্তল মাজায় গুঁজে ছবি তুলেন তিনি। পরে তা পোস্ট করেছেন। ছবিতে নেটিজেনরা নানান কমেন্ট করায় ছবিটি পরে ডিলিট করে দিয়েছেন তিনি।

আটকের বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, শুভ্র দেব ওরফে সুবেদ সিংকে বিকাল তিনটার দিকে থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে। ওসি মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, শুভ্র দেব শনিবার (২৫ মার্চ) তার ফেসবুকে কোমরে পিস্তল গুঁজে একটি ছবি পোস্ট করেন।

ঘটনাটি মিডিয়ায়ও এসেছে। এতে জনমনে ভীতির সৃষ্টি হয়েছে। আমরা তার ওই পিস্তল সম্পর্কে জানতে চাই। তবে এ ব্যাপারে কোন মামলা হবে কি-না কিংবা শ্রভ্রদেবকে গ্রেপ্তার করা হবে কিনা তা নির্ভর করছে তার জবাবের ওপর।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

পিস্তল গুঁজে ভাইরাল ছবির সেই ছাত্রলীগ নেতা আটক

আপডেট সময় ০৮:২৮:২৩ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩

ফরিদপুরের বোয়ালমারীতে কোমরে পিস্তল গুঁজে ফেসবুকে ছবি পোস্ট করা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শুভ্র দেব সিং ওরফে সুদেব সিং আটক হয়েছেন।রবিবার (২৬ মার্চ) বিকাল ৩টার দিকে তাকে আটক করে স্থানীয় পুলিশ।

সুদেব সিংয়ের দাবি, ছবিতে দেখানো তার ওই পিস্তলটি খেলনা পিস্তল ছিল। বোয়ালমারীর কাটাগড় মেলা থেকে তার ভাইপোর জন্য খেলনা পিস্তলটি তিনি কিনেছেন। মজা করতে গিয়ে খেলনা পিস্তল মাজায় গুঁজে ছবি তুলেন তিনি। পরে তা পোস্ট করেছেন। ছবিতে নেটিজেনরা নানান কমেন্ট করায় ছবিটি পরে ডিলিট করে দিয়েছেন তিনি।

আটকের বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, শুভ্র দেব ওরফে সুবেদ সিংকে বিকাল তিনটার দিকে থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে। ওসি মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, শুভ্র দেব শনিবার (২৫ মার্চ) তার ফেসবুকে কোমরে পিস্তল গুঁজে একটি ছবি পোস্ট করেন।

ঘটনাটি মিডিয়ায়ও এসেছে। এতে জনমনে ভীতির সৃষ্টি হয়েছে। আমরা তার ওই পিস্তল সম্পর্কে জানতে চাই। তবে এ ব্যাপারে কোন মামলা হবে কি-না কিংবা শ্রভ্রদেবকে গ্রেপ্তার করা হবে কিনা তা নির্ভর করছে তার জবাবের ওপর।