০৮:৪২ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫

পুরনো স্মৃতি রোমন্থনে ওমর সানী

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৪:৫৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩
  • / ১৬৭ বার পড়া হয়েছে

ঢাকাই চলচ্চিত্রের তারকা দম্পতি মৌসুমী-ওমর সানী। অভিনয়ের সূত্র ধরেই পরিচয় হয়েছিল এই তারকাজুটির। সেই পরিচয় থেকে প্রেম, পরে বিয়েতে পরিণয় পায় তাদের সম্পর্ক। সম্প্রতি ২৮ বছর আগের সেই বিয়ের স্মৃতিচারণ করলেন ওমর সানী।

শনিবার (৪ মার্চ) নিজের সোশ্যাল হ্যান্ডেলে মৌসুমীর সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করে ২৮ বছর আগের সেই ঘটনা জানালেন ‘কুলি’ খ্যাত এই অভিনেতা। ওমর সানী বলেন, আজ থেকে ২৮ বছর আগে আমার প্রয়াত মা ও নানি শাশুড়ি মিলে আমাদের বাসায় বিয়ে দিয়েছিলেন। আজকের এই দিনটিতে একসাথে হয়ে যাই আমি আর মৌসুমী।

পরে আমার শ্বশুর-শাশুড়ি ও বাবা-মা মিলে ২ আগস্ট রাজধানীর হোটেল শেরাটন এবং রাওয়া ক্লাবে বিয়ের অনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। অভিনেতা আরও লেখেন, আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, বাকি জীবন ঠিক এই ভাবে যেন কাটাতে পারি। সেই সঙ্গে মৌসুমীকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, ১৯৯৫ সালের ২ আগস্ট বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ছেলে ফারদিন ও কন্যা ফাইজাহকে নিয়ে বেশ সুখে আছেন এই তারকা দম্পতি।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

পুরনো স্মৃতি রোমন্থনে ওমর সানী

আপডেট সময় ০৪:৫৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩

ঢাকাই চলচ্চিত্রের তারকা দম্পতি মৌসুমী-ওমর সানী। অভিনয়ের সূত্র ধরেই পরিচয় হয়েছিল এই তারকাজুটির। সেই পরিচয় থেকে প্রেম, পরে বিয়েতে পরিণয় পায় তাদের সম্পর্ক। সম্প্রতি ২৮ বছর আগের সেই বিয়ের স্মৃতিচারণ করলেন ওমর সানী।

শনিবার (৪ মার্চ) নিজের সোশ্যাল হ্যান্ডেলে মৌসুমীর সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করে ২৮ বছর আগের সেই ঘটনা জানালেন ‘কুলি’ খ্যাত এই অভিনেতা। ওমর সানী বলেন, আজ থেকে ২৮ বছর আগে আমার প্রয়াত মা ও নানি শাশুড়ি মিলে আমাদের বাসায় বিয়ে দিয়েছিলেন। আজকের এই দিনটিতে একসাথে হয়ে যাই আমি আর মৌসুমী।

পরে আমার শ্বশুর-শাশুড়ি ও বাবা-মা মিলে ২ আগস্ট রাজধানীর হোটেল শেরাটন এবং রাওয়া ক্লাবে বিয়ের অনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। অভিনেতা আরও লেখেন, আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, বাকি জীবন ঠিক এই ভাবে যেন কাটাতে পারি। সেই সঙ্গে মৌসুমীকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, ১৯৯৫ সালের ২ আগস্ট বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ছেলে ফারদিন ও কন্যা ফাইজাহকে নিয়ে বেশ সুখে আছেন এই তারকা দম্পতি।