০৯:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

পেশাদার পুলিশ কর্মকর্তাদের অভয় দিলেন গয়েশ্বর

মিজানুর রহমান খান
  • আপডেট সময় ০৯:৪৩:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩
  • / ৯২ বার পড়া হয়েছে

পুলিশসহ প্রজাতন্ত্রের পেশাদার কর্মকর্তা-কর্মচারীদের অভয় দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করলে কারো চাকরি যাবে না।

রাজধানীর বাড্ডায় বুধবার দুপুরে ঢাকা মহানগর উত্তর জাসাসের সম্মেলনে তিনি এ আশ্বাস দেন।

সরকারি কর্মকর্তাদের উদ্দেশে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আজকের আওয়ামী লীগ ১৯৭৫ সালে ছিল বাকশাল। এখন যে অবস্থা, তখনও তা ছিল। তখন ছিল রক্ষীবাহিনী, এখন তাণ্ডব করে পুলিশ। পুলিশ সদস্যসহ প্রজাতন্ত্রের সব কর্মচারী-কর্মকর্তাদের বলব, আপনারা যে যে পেশায় আছেন, তারা যদি পেশাদারিত্বের সঙ্গে কাজ করেন, তাহলে আপনারা আগামী দিনে নিজ নিজ পেশায় সম্মানের সঙ্গে থাকবেন। এখানে কারও চাকরি হারানোর ভয় নেই।

তিনি বলেন, আপনারা জনগণের বিরুদ্ধে অবস্থান নেবেন না। আমাদের নেতা তারেক রহমান যে যুদ্ধটা করছেন, তা ক্ষমতায় যাওয়ার জন্য যুদ্ধ নয়; দেশের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার যুদ্ধ।

বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রীর সেলফি নিয়ে বিএনপির এই নেতা বলেন, প্রধানমন্ত্রী নাকি যুক্তরাষ্ট্রে যাবেন না, আরও নানা কথা বলেছেন। তবে, ক’দিন আগে ভারতে জি-২০ সম্মেলন হল। সেখানে তিনি (শেখ হাসিনা) কার সঙ্গে সেলফি তুললেন? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে। এটা আবার পত্রিকায় ফলাও করে প্রচার করা হল। আবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এই নিয়ে বিএনপিকে ঘিরে মন্তব্যও করেছেন।

তিনি বলেন, আমি ক্ষমতাসীনদের বলব, জনগণ যদি ভোট দিতে পারে, সেলফির ওপর ভারসা করে বাঁচতে পারবেন না। আমাদের অন্য কোনো চাওয়া নেই, বেশি কথা বলার নেই। আমরা গণতন্ত্র ও সাংবিধানিক অধিকার ফেরত চাই। আমরা মুক্তিযুদ্ধের মূল চেতনা ফেরত চাই।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন উজ্জ্বল, জাসাসের আহ্বায়ক হেলাল খান ও সদস্য সচিব জাকির হোসেন রোকন প্রমুখ।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

পেশাদার পুলিশ কর্মকর্তাদের অভয় দিলেন গয়েশ্বর

আপডেট সময় ০৯:৪৩:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩

পুলিশসহ প্রজাতন্ত্রের পেশাদার কর্মকর্তা-কর্মচারীদের অভয় দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করলে কারো চাকরি যাবে না।

রাজধানীর বাড্ডায় বুধবার দুপুরে ঢাকা মহানগর উত্তর জাসাসের সম্মেলনে তিনি এ আশ্বাস দেন।

সরকারি কর্মকর্তাদের উদ্দেশে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আজকের আওয়ামী লীগ ১৯৭৫ সালে ছিল বাকশাল। এখন যে অবস্থা, তখনও তা ছিল। তখন ছিল রক্ষীবাহিনী, এখন তাণ্ডব করে পুলিশ। পুলিশ সদস্যসহ প্রজাতন্ত্রের সব কর্মচারী-কর্মকর্তাদের বলব, আপনারা যে যে পেশায় আছেন, তারা যদি পেশাদারিত্বের সঙ্গে কাজ করেন, তাহলে আপনারা আগামী দিনে নিজ নিজ পেশায় সম্মানের সঙ্গে থাকবেন। এখানে কারও চাকরি হারানোর ভয় নেই।

তিনি বলেন, আপনারা জনগণের বিরুদ্ধে অবস্থান নেবেন না। আমাদের নেতা তারেক রহমান যে যুদ্ধটা করছেন, তা ক্ষমতায় যাওয়ার জন্য যুদ্ধ নয়; দেশের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার যুদ্ধ।

বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রীর সেলফি নিয়ে বিএনপির এই নেতা বলেন, প্রধানমন্ত্রী নাকি যুক্তরাষ্ট্রে যাবেন না, আরও নানা কথা বলেছেন। তবে, ক’দিন আগে ভারতে জি-২০ সম্মেলন হল। সেখানে তিনি (শেখ হাসিনা) কার সঙ্গে সেলফি তুললেন? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে। এটা আবার পত্রিকায় ফলাও করে প্রচার করা হল। আবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এই নিয়ে বিএনপিকে ঘিরে মন্তব্যও করেছেন।

তিনি বলেন, আমি ক্ষমতাসীনদের বলব, জনগণ যদি ভোট দিতে পারে, সেলফির ওপর ভারসা করে বাঁচতে পারবেন না। আমাদের অন্য কোনো চাওয়া নেই, বেশি কথা বলার নেই। আমরা গণতন্ত্র ও সাংবিধানিক অধিকার ফেরত চাই। আমরা মুক্তিযুদ্ধের মূল চেতনা ফেরত চাই।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন উজ্জ্বল, জাসাসের আহ্বায়ক হেলাল খান ও সদস্য সচিব জাকির হোসেন রোকন প্রমুখ।