০৯:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

প্রচণ্ড সংকটেও ধৈর্য হারান না প্রধানমন্ত্রী : তথ্যমন্ত্রী

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০১:০৮:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩
  • / ৫৬ বার পড়া হয়েছে

প্রচণ্ড সংকটের মধ্যেও শেখ হাসিনা ধৈর্য হারান না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। রোববার (৭ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু যেমন অসীম সাহসী ছিলেন, তার কন্যা শেখ হাসিনাও অসীম সাহসী। তার সবচেয়ে বড় গুণ তিনি প্রচণ্ড সংকটের মধ্যে ধৈর্য্য হারান না, যেমন বঙ্গবন্ধু হারাননি। তিনি বলেন, ২৫ মার্চ বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করার আগে চারপাশে বিভিন্ন বিস্ফোরণ ঘটানো হয়, ধানমন্ডি এলাকায় গোলাগুলি করা হয়।

তিনি ওই সময় ধৈর্য্য হারাননি। গ্রেপ্তারের পূর্বে তিনি স্বাধীনতা ঘোষণা করে গেছেন। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাও প্রচণ্ড সংকটে ধৈর্য্য হারাননি। হাছান মাহমুদ বলেন, ২০০৭ সালের ৭ মে শেখ হাসিনা যদি সব রক্তচক্ষু উপেক্ষা করে, নিষেধাজ্ঞা অমান্য করে, জীবন হাতের মুঠোয় নিয়ে দেশে না ফিরতেন তাহলে গণতন্ত্রও ফিরতো না। তিনি আরও বলেন, বিবিসির অনলাইন জরিপে বঙ্গবন্ধু সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হিসেবে বিবেচিত হয়েছিলেন।

বঙ্গবন্ধু সেই নেতা যিনি বাঙালি জাতিকে ধীরে ধীরে, পলে পলে আন্দোলনের মধ্যদিয়ে স্বাধীনতার লক্ষ্যে মনন তৈরি করে চূড়ান্তভাবে স্বাধীনতা ঘোষণা করেছেন। তথ্যমন্ত্রী বলেন, বঙ্গব্ন্ধুর স্বাধীনতা ঘোষণার মধ্যদিয়ে একটি জাতি রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যদিয়ে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতাকে ছিনিয়ে এনেছে। এজন্যই বঙ্গবন্ধু সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

প্রচণ্ড সংকটেও ধৈর্য হারান না প্রধানমন্ত্রী : তথ্যমন্ত্রী

আপডেট সময় ০১:০৮:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩

প্রচণ্ড সংকটের মধ্যেও শেখ হাসিনা ধৈর্য হারান না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। রোববার (৭ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু যেমন অসীম সাহসী ছিলেন, তার কন্যা শেখ হাসিনাও অসীম সাহসী। তার সবচেয়ে বড় গুণ তিনি প্রচণ্ড সংকটের মধ্যে ধৈর্য্য হারান না, যেমন বঙ্গবন্ধু হারাননি। তিনি বলেন, ২৫ মার্চ বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করার আগে চারপাশে বিভিন্ন বিস্ফোরণ ঘটানো হয়, ধানমন্ডি এলাকায় গোলাগুলি করা হয়।

তিনি ওই সময় ধৈর্য্য হারাননি। গ্রেপ্তারের পূর্বে তিনি স্বাধীনতা ঘোষণা করে গেছেন। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাও প্রচণ্ড সংকটে ধৈর্য্য হারাননি। হাছান মাহমুদ বলেন, ২০০৭ সালের ৭ মে শেখ হাসিনা যদি সব রক্তচক্ষু উপেক্ষা করে, নিষেধাজ্ঞা অমান্য করে, জীবন হাতের মুঠোয় নিয়ে দেশে না ফিরতেন তাহলে গণতন্ত্রও ফিরতো না। তিনি আরও বলেন, বিবিসির অনলাইন জরিপে বঙ্গবন্ধু সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হিসেবে বিবেচিত হয়েছিলেন।

বঙ্গবন্ধু সেই নেতা যিনি বাঙালি জাতিকে ধীরে ধীরে, পলে পলে আন্দোলনের মধ্যদিয়ে স্বাধীনতার লক্ষ্যে মনন তৈরি করে চূড়ান্তভাবে স্বাধীনতা ঘোষণা করেছেন। তথ্যমন্ত্রী বলেন, বঙ্গব্ন্ধুর স্বাধীনতা ঘোষণার মধ্যদিয়ে একটি জাতি রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যদিয়ে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতাকে ছিনিয়ে এনেছে। এজন্যই বঙ্গবন্ধু সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি।