০৩:০৩ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

প্রবীণ রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্য আর নেই

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ১১:০৪:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩
  • / ১১৭ বার পড়া হয়েছে

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও প্রবীণ রাজনীতিক ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। রোববার (২৩ এপ্রিল) রাত সোয়া ১২টায় রাজধানীর পান্থপথের একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। বেশ কিছু দিন ধরে অসুস্থ ছিলেন পঙ্কজ ভট্টাচার্য। সবশেষ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ১৭ এপ্রিল থেকে ঢাকার পান্থপথের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। গত শনিবার তিনি হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছিল।

এদিকে পঙ্কজ ভট্টাচার্যের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক বিবৃতিতে তিনি মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

প্রবীণ রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্য আর নেই

আপডেট সময় ১১:০৪:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও প্রবীণ রাজনীতিক ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। রোববার (২৩ এপ্রিল) রাত সোয়া ১২টায় রাজধানীর পান্থপথের একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। বেশ কিছু দিন ধরে অসুস্থ ছিলেন পঙ্কজ ভট্টাচার্য। সবশেষ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ১৭ এপ্রিল থেকে ঢাকার পান্থপথের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। গত শনিবার তিনি হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছিল।

এদিকে পঙ্কজ ভট্টাচার্যের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক বিবৃতিতে তিনি মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।