০৬:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

প্রিয়াঙ্কার পোশাক তৈরি করতে লেগেছিল ৬ মাস!

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ১১:৪৪:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩
  • / ৬৮ বার পড়া হয়েছে

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ২০২২ সালের জানুয়ারিতে কন্যা সন্তানের মা হয়েছেন। স্বামী নিক জোনাসের সঙ্গে যুক্তরাষ্ট্রে বসবাসের কারণে সেখানেই সন্তানের জন্ম হয়েছে। এরপর একাধিকবার প্রিয়াঙ্কা নিজ দেশ ভারতে এসেছেন। তবে সেসব সফরে ছিলেন না কন্যা মালতি ম্যারি জোনাস।

অবশেষে মায়ের দেশে আসেন মালতি। শুক্রবার (৩১ মার্চ) বিকালে কন্যাকে নিয়ে মুম্বাই এয়ারপোর্টে নামেন প্রিয়াঙ্কা ও নিক। কোনো লুকোছাপা নয়, কন্যাকে কোলে নিয়েই ক্যামেরায় পোজ দিয়েছেন। সম্প্রতি ‘নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার’র উদ্বোধনী অনুষ্ঠানে আম্বানিদের আমন্ত্রণে এক ছাদের নিচে উপস্থিত হয় গোটা বলিউড। সেখানে উপস্থিত ছিলেন স্বামী নিকসহ প্রিয়াঙ্কা চোপড়া। অনুষ্ঠানে অভিনেত্রীর পরনে ছিল এক ভিন্নধর্মী পোশাক, যেটি তৈরি করতে লেগেছিল ৬ মাস।

জানা যায়, অনুষ্ঠানের দ্বিতীয় দিনে অমিত আগারওয়ালের ডিজাইন করা পোশাক পরেছিলেন প্রিয়াঙ্কা। যাতে ব্যবহার করা হয়েছে ৬৫ বছরের পুরোনো ভিনটেজ বেনারসি পাটোলা (ব্রোকেড) শাড়ি। রুপার সুতা এবং খাদি সিল্কের ওপর একটি সোনার ইলেক্ট্রোপ্লেটিং ব্যবহার করে শাড়িটি ডিজাইন করেছেন অমিত। ভিনটেজ এই শাড়িতে নয়টি রং ব্যবহার করা হয়েছে। এর সঙ্গেই প্রিয়াঙ্কা পরেছেন একটি হলোগ্রাফিক বুস্টিয়ের টপ। এটি তৈরি করতে আবার ব্যবহার করা হয়েছে সিকুয়েন্স শিট।

যাতে শাড়ির রং তাতে প্রতিফলিত হতে পারে। অমিত আর তার টিম প্রায় ছয় মাস ধরে প্রিয়াঙ্কার জন্য এই শাড়িটি তৈরি করেছেন। বারাণসীর ঐতিহ্য থেকে অনুপ্রাণিত পোশাক পরে আপ্লুত প্রিয়াঙ্কা অমিত ও তার টিমকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করেছেন একাধিক ছবি। কোনটি নিজের একার, কোনোটি আবার স্বামী নিক জোনাসের সঙ্গে।প্রসঙ্গত, প্রিয়াঙ্কাকে শিগগিরই দেখা যাবে হলিউডের আলোচিত সিরিজ ‘সিটাডেল’-এ।

যেখানে তার সঙ্গে আছেন রিচার্ড ম্যাডেন, স্ট্যানলি লুইস, লেসলি ম্যানভাইলের মতো তারকারা। এটি প্রচারে আসবে ২৮ এপ্রিল। এরপরেই আসছে ১২ মে মুক্তি পাবে তার নতুন হলিউড সিনেমা ‘লাভ অ্যাগেইন’। জেমস সি স্ট্রজ নির্মিত সিনেমাটিতে তার বিপরীতে আছেন স্যাম হিউগ্যান।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

প্রিয়াঙ্কার পোশাক তৈরি করতে লেগেছিল ৬ মাস!

আপডেট সময় ১১:৪৪:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ২০২২ সালের জানুয়ারিতে কন্যা সন্তানের মা হয়েছেন। স্বামী নিক জোনাসের সঙ্গে যুক্তরাষ্ট্রে বসবাসের কারণে সেখানেই সন্তানের জন্ম হয়েছে। এরপর একাধিকবার প্রিয়াঙ্কা নিজ দেশ ভারতে এসেছেন। তবে সেসব সফরে ছিলেন না কন্যা মালতি ম্যারি জোনাস।

অবশেষে মায়ের দেশে আসেন মালতি। শুক্রবার (৩১ মার্চ) বিকালে কন্যাকে নিয়ে মুম্বাই এয়ারপোর্টে নামেন প্রিয়াঙ্কা ও নিক। কোনো লুকোছাপা নয়, কন্যাকে কোলে নিয়েই ক্যামেরায় পোজ দিয়েছেন। সম্প্রতি ‘নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার’র উদ্বোধনী অনুষ্ঠানে আম্বানিদের আমন্ত্রণে এক ছাদের নিচে উপস্থিত হয় গোটা বলিউড। সেখানে উপস্থিত ছিলেন স্বামী নিকসহ প্রিয়াঙ্কা চোপড়া। অনুষ্ঠানে অভিনেত্রীর পরনে ছিল এক ভিন্নধর্মী পোশাক, যেটি তৈরি করতে লেগেছিল ৬ মাস।

জানা যায়, অনুষ্ঠানের দ্বিতীয় দিনে অমিত আগারওয়ালের ডিজাইন করা পোশাক পরেছিলেন প্রিয়াঙ্কা। যাতে ব্যবহার করা হয়েছে ৬৫ বছরের পুরোনো ভিনটেজ বেনারসি পাটোলা (ব্রোকেড) শাড়ি। রুপার সুতা এবং খাদি সিল্কের ওপর একটি সোনার ইলেক্ট্রোপ্লেটিং ব্যবহার করে শাড়িটি ডিজাইন করেছেন অমিত। ভিনটেজ এই শাড়িতে নয়টি রং ব্যবহার করা হয়েছে। এর সঙ্গেই প্রিয়াঙ্কা পরেছেন একটি হলোগ্রাফিক বুস্টিয়ের টপ। এটি তৈরি করতে আবার ব্যবহার করা হয়েছে সিকুয়েন্স শিট।

যাতে শাড়ির রং তাতে প্রতিফলিত হতে পারে। অমিত আর তার টিম প্রায় ছয় মাস ধরে প্রিয়াঙ্কার জন্য এই শাড়িটি তৈরি করেছেন। বারাণসীর ঐতিহ্য থেকে অনুপ্রাণিত পোশাক পরে আপ্লুত প্রিয়াঙ্কা অমিত ও তার টিমকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করেছেন একাধিক ছবি। কোনটি নিজের একার, কোনোটি আবার স্বামী নিক জোনাসের সঙ্গে।প্রসঙ্গত, প্রিয়াঙ্কাকে শিগগিরই দেখা যাবে হলিউডের আলোচিত সিরিজ ‘সিটাডেল’-এ।

যেখানে তার সঙ্গে আছেন রিচার্ড ম্যাডেন, স্ট্যানলি লুইস, লেসলি ম্যানভাইলের মতো তারকারা। এটি প্রচারে আসবে ২৮ এপ্রিল। এরপরেই আসছে ১২ মে মুক্তি পাবে তার নতুন হলিউড সিনেমা ‘লাভ অ্যাগেইন’। জেমস সি স্ট্রজ নির্মিত সিনেমাটিতে তার বিপরীতে আছেন স্যাম হিউগ্যান।