০৮:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

‘ফায়দা নিতে খালেদা জিয়াকে অসুস্থ বানিয়ে রাখছে বিএনপি’

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৭:৪৪:১৬ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩
  • / ৬৬ বার পড়া হয়েছে

রাজনৈতিক ফায়দা লাভের উদ্দেশ্যে বিএনপি খালেদা জিয়াকে অসুস্থ বানিয়ে রাখছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। রোববার (৩০ এপ্রিল) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়া দেশের হাসপাতালে চিকিৎসা নিয়ে ভালো হচ্ছেন এবং তিনি খুব ভালো আছেন। বিএনপির আসল উদ্দেশ্য খালেদা জিয়াকে অসুস্থ বানিয়ে রাখা ও দেখানো। রাজনৈতিক ফায়দা নিতে বিএনপি সব সময় সেটা করে আসছে।

তিনি বলেন, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে কি না, সেটি তাদেরই সিদ্ধান্ত। গণমানুষের সংগঠন ক্রমাগতভাবে নির্বাচনের বাইরে থাকলে সেটি আর গণমানুষের সংগঠন থাকে না। আওয়ামী লীগের এই নেতা বলেন, আওয়ামী লীগ সব সময় নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় গেছে।

আমরা জনগণের শক্তিতে ও জনগণের রায়কে বিশ্বাস করি। বরং বিএনপি নির্বাচনে বিশ্বাস করে না। সেজন্য তারা নির্বাচন বর্জন করছেন। হাছান মাহমুদ বলেন, ১৪ বছর ধরে বিএনপির আন্দোলনের কথা শুনে আসছি। এগুলো শুনতে শুনতে মানুষের কাছেও হাস্যকৌতুক হিসেবে দাঁড়িয়েছে। বিএনপির কর্মীরাও এসব বিশ্বাস করে না।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

‘ফায়দা নিতে খালেদা জিয়াকে অসুস্থ বানিয়ে রাখছে বিএনপি’

আপডেট সময় ০৭:৪৪:১৬ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩

রাজনৈতিক ফায়দা লাভের উদ্দেশ্যে বিএনপি খালেদা জিয়াকে অসুস্থ বানিয়ে রাখছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। রোববার (৩০ এপ্রিল) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়া দেশের হাসপাতালে চিকিৎসা নিয়ে ভালো হচ্ছেন এবং তিনি খুব ভালো আছেন। বিএনপির আসল উদ্দেশ্য খালেদা জিয়াকে অসুস্থ বানিয়ে রাখা ও দেখানো। রাজনৈতিক ফায়দা নিতে বিএনপি সব সময় সেটা করে আসছে।

তিনি বলেন, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে কি না, সেটি তাদেরই সিদ্ধান্ত। গণমানুষের সংগঠন ক্রমাগতভাবে নির্বাচনের বাইরে থাকলে সেটি আর গণমানুষের সংগঠন থাকে না। আওয়ামী লীগের এই নেতা বলেন, আওয়ামী লীগ সব সময় নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় গেছে।

আমরা জনগণের শক্তিতে ও জনগণের রায়কে বিশ্বাস করি। বরং বিএনপি নির্বাচনে বিশ্বাস করে না। সেজন্য তারা নির্বাচন বর্জন করছেন। হাছান মাহমুদ বলেন, ১৪ বছর ধরে বিএনপির আন্দোলনের কথা শুনে আসছি। এগুলো শুনতে শুনতে মানুষের কাছেও হাস্যকৌতুক হিসেবে দাঁড়িয়েছে। বিএনপির কর্মীরাও এসব বিশ্বাস করে না।