০২:১২ অপরাহ্ন, সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪

ফেব্রুয়ারিতে সড়ক, রেল ও নৌপথে ৫২২ জন নিহত

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৭:১২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩
  • / ১৩২ বার পড়া হয়েছে

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সড়ক, রেল ও নৌপথে এ পর্যন্ত ৫০৭টি দুর্ঘটনায় ৫২২ জন নিহত হয়েছেন। এর মধ্যে সড়কে ৪৬৭, রেলপথে ৩৯, এবং নৌপথে দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৭ মার্চ) বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত সড়ক, রেল ও নৌপথে দুর্ঘটনার সংবাদ মনিটরিং করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফেব্রুয়ারিতে ১৫৪টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৫৯ জন নিহত ও ৮২ জন আহত হয়েছেন। এ ছাড়া সড়কে ৪৪৭টি দুর্ঘটনা ঘটেছে, এতে ৪৬৭ জন নিহত ও ৭৬১ জন আহত হয়েছে। একই সময় রেলপথে ৪৬টি দুর্ঘটনায় ৩৯ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন। নৌপথে ১৪টি দুর্ঘটনায় ১৬ জন নিহত, ২৭ জন আহত এবং ১৫ জন নিখোঁজ হয়েছেন।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

ফেব্রুয়ারিতে সড়ক, রেল ও নৌপথে ৫২২ জন নিহত

আপডেট সময় ০৭:১২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সড়ক, রেল ও নৌপথে এ পর্যন্ত ৫০৭টি দুর্ঘটনায় ৫২২ জন নিহত হয়েছেন। এর মধ্যে সড়কে ৪৬৭, রেলপথে ৩৯, এবং নৌপথে দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৭ মার্চ) বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত সড়ক, রেল ও নৌপথে দুর্ঘটনার সংবাদ মনিটরিং করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফেব্রুয়ারিতে ১৫৪টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৫৯ জন নিহত ও ৮২ জন আহত হয়েছেন। এ ছাড়া সড়কে ৪৪৭টি দুর্ঘটনা ঘটেছে, এতে ৪৬৭ জন নিহত ও ৭৬১ জন আহত হয়েছে। একই সময় রেলপথে ৪৬টি দুর্ঘটনায় ৩৯ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন। নৌপথে ১৪টি দুর্ঘটনায় ১৬ জন নিহত, ২৭ জন আহত এবং ১৫ জন নিখোঁজ হয়েছেন।