বহিরাগতের সঙ্গে প্রেমে মজেছেন তিশা
- আপডেট সময় ০৭:২৪:১০ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩
- / ৩৬৩ বার পড়া হয়েছে
বর্তমানে টিভি নাটকের ব্যস্ত অভিনেত্রী তানজিন তিশা। ইতোমধ্যে নিজের সৌন্দর্য ও অভিনয়ে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন লাস্যময়ী এই অভিনেত্রী। অভিনয়ের বাইরে প্রেমও করছেন বলে সম্প্রতি জানিয়েছেন তিশা।
ঈদ উপলক্ষে একটি টিভি অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা জানান তিনি। তবে তিনি শোবিজের কেউ নন। বর্তমানে বহিরাগত একজনের সঙ্গে প্রেম করছেন তিশা।অনুষ্ঠানের সঞ্চালক প্রেম করছেন কি না, জানতে চাইলে খুব স্পষ্ট ভাষায় উত্তর দেন তিনি। জবাবে তিশা বলেন, প্রেম তো করতেই পারি। হ্যাঁ, করছি।
বিয়ের প্রসঙ্গ নিয়ে আলাপকালে তিশা বলেন, বিয়েটা আরও কিছুদিন পর করার ইচ্ছা। কারণ, আমার বাবা চলে গেছেন। তাই এখন নিজেকে গুছিয়ে নেওয়া, পরিবার ও কাজগুলোকে গুছিয়ে তোলা, এসব কিছুতেই তো সময় লাগে। এ কারণে আসলে এখনই বিয়ে নিয়ে ভাবছি না।
চলতি বছর বিয়ের পিঁড়িতে বসবেন কি না, সেটা ধোঁয়াশাতেই রেখেছেন তিশা। অভিনেত্রীর মতে, ভবিষ্যৎ তো সবসময় অনিশ্চিত। কখন কী হয় সেটা তো বলা যায় না। তাই কখন চার হাত এক হয়, কবুল বলে ফেলেন, সেটা আগে থেকে নিশ্চিত হয়ে বলাটা খুব মুশকিল।