০৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম
বাংলাদেশের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে : মান্না
নিজস্ব সংবাদ দাতা
- আপডেট সময় ০৭:২৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩
- / ১০৫ বার পড়া হয়েছে
বাংলাদেশের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বৃহস্পতিবার (২ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
মান্না বলেন, ফোর-টোয়েন্টি (৪২০) সরকারের কাছে দাবি জানিয়ে লাভ হবে না। এরা দেশের টাকা লুট করে বিদেশে পাচার করে। এদেরকে এখনই চূড়ান্ত আঘাত করতে হবে।তিনি বলেন, এই সরকার গায়ের জোরে ক্ষমতায় থাকতে চায়। এখনও সময় আছে রাজপথে আসুন। সব দলকে একই দাবিতে একই সময় আন্দোলন করতে হবে। গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেন, এই সরকারের পতন না হওয়া পর্যন্ত কোনো দাবি আদায় হবে না।
তিনি বলেন, আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাবই। তারা ২০১৮ সালে ভোট ডাকাতি করে গণতন্ত্রের গায়ে কালি লাগিয়েছে। এই সরকারের আমলে দেশের জনগণ কেউ নিরাপদ নয়। বিক্ষোভ সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম আবদুল্লাহ, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধানসহ অনেকেই উপস্থিত ছিলেন।
ট্যাগস