বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের টিকিটে ভুল পতাকার ছবি
- আপডেট সময় ০৯:২৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩
- / ২৭১ বার পড়া হয়েছে
ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে বুধবার (১ মার্চ) দুপুর ১২টায়। মাত্র ২০০ টাকায় বাংলাদেশ-ইংল্যান্ডের খেলা দেখতে পারবেন দর্শকরা।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) থেকে মিলছে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের টিকিট।কিন্তু সাদা বলের দ্বিপাক্ষিক সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচের টিকিটে বিস্তর এক ভুল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বছরের প্রথম আন্তর্জাতিক সিরিজের টিকিটে ইংল্যান্ডের পতাকায় ভুল করেছে বিসিবি।
টিকিটে ইংল্যান্ডের পতাকার যেই ছবি দিয়ে ছাপানো হয়েছে, সেটি মূলত পুরো যুক্তরাজ্যের। যুক্তরাজ্য মূলত ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডসহ বিভিন্ন দেশ নিয়ে গঠিত। ইংল্যান্ড আসলে সাদা রঙের ওপর লাল যোগ চিহ্ন সম্বলিত পতাকা ব্যবহার করে। আর আইসিসির ওয়েবসাইটেও ইংলিশদের মূল পতাকার ছবি রয়েছে। কিন্তু বিসিবির টিকিটে পুরো যুক্তরাজ্যের পতাকা ব্যবহার করা হয়েছে।