০২:২৯ অপরাহ্ন, সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪

বাড়ি ফেরার পথে বজ্রপাতে ২ কৃষক নিহত

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৭:২৮:১১ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩
  • / ৯০ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের সদর উপজেলার বহুলী ইউনিয়নে বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছেন।শনিবার (২৯ এপ্রিল) সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (অপারেশন) সুমন কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে একই দিন বিকেল সোয়া ৪টায় ওই ইউনিয়নের বাগডুমুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন, বাগডুমুর গ্রামের আব্দুল মজিদ শেখের ছেলে মো. সোলেমান শেখ ও একই গ্রামের নছিম খানের ছেলে আব্দুল মালেক। দুজনেই কৃষক ছিলেন। সুমন কুমার দাস জানান, শনিবার বিকেলে মাঠে ধান কাটছিল সোলেমান শেখ ও মালেক।

এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা বাড়িতে ফিরছিল। পথিমধ্যে বজ্রপাতের কবলে পড়ে দুজন গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

বাড়ি ফেরার পথে বজ্রপাতে ২ কৃষক নিহত

আপডেট সময় ০৭:২৮:১১ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩

সিরাজগঞ্জের সদর উপজেলার বহুলী ইউনিয়নে বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছেন।শনিবার (২৯ এপ্রিল) সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (অপারেশন) সুমন কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে একই দিন বিকেল সোয়া ৪টায় ওই ইউনিয়নের বাগডুমুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন, বাগডুমুর গ্রামের আব্দুল মজিদ শেখের ছেলে মো. সোলেমান শেখ ও একই গ্রামের নছিম খানের ছেলে আব্দুল মালেক। দুজনেই কৃষক ছিলেন। সুমন কুমার দাস জানান, শনিবার বিকেলে মাঠে ধান কাটছিল সোলেমান শেখ ও মালেক।

এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা বাড়িতে ফিরছিল। পথিমধ্যে বজ্রপাতের কবলে পড়ে দুজন গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।