১০:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

বান্দরবানে শুরু হয়েছে জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৪:৪০:১১ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩
  • / ৯৬ বার পড়া হয়েছে

পার্বত্য চট্টগ্রামের জেলা বান্দরবানে শুরু হয়েছে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে ও বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এই টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে।

রোববার (৫ মার্চ) সকালে বান্দরবান জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন। প্রথম ম্যাচে বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয় ক্রিকেট দলের বিপক্ষে মাঠে নেমেছে বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ।

আয়োজকরা জানান, এবারের প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে জেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্রিকেট দল অংশ নিয়েছে। আগামী ১২ মার্চ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। চ্যাম্পিয়ন দল বিভাগীয় পর্যায়ে খেলার সুযোগ পাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া আক্তার সুইটি, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ আলম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী, সহসাধারণ সম্পাদক মুজিবুর রশীদসহ অনেকে উপস্থিত ছিলেন।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

বান্দরবানে শুরু হয়েছে জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট

আপডেট সময় ০৪:৪০:১১ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩

পার্বত্য চট্টগ্রামের জেলা বান্দরবানে শুরু হয়েছে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে ও বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এই টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে।

রোববার (৫ মার্চ) সকালে বান্দরবান জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন। প্রথম ম্যাচে বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয় ক্রিকেট দলের বিপক্ষে মাঠে নেমেছে বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ।

আয়োজকরা জানান, এবারের প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে জেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্রিকেট দল অংশ নিয়েছে। আগামী ১২ মার্চ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। চ্যাম্পিয়ন দল বিভাগীয় পর্যায়ে খেলার সুযোগ পাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া আক্তার সুইটি, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ আলম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী, সহসাধারণ সম্পাদক মুজিবুর রশীদসহ অনেকে উপস্থিত ছিলেন।