০৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ০৯ মে ২০২৫
শিরোনাম
বান্দরবানে ৩ জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদ দাতা
- আপডেট সময় ১০:০৯:১২ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩
- / ১৫৯ বার পড়া হয়েছে
বান্দরবানের রোয়াংছড়িতে অজ্ঞাতনামা তিনজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ মে) দুপুরে উপজেলার পাইক্ষ্যংপাড়া এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল থেকে পাইক্ষ্যংপাড়া এলাকায় পাহাড়ি দুই সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলি হয়। উভয়পক্ষের গোলাগুলির মধ্যে তিনজন নিহত হতে পারে। রোয়াংছড়ি থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পাইক্ষ্যংপাড়া থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া চলমান।
বান্দরবানের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, মরদেহগুলো রোয়াংছড়ি সদর থানায় নিয়ে আসা হচ্ছে। তাদের পরিচয় ও বিস্তারিত জানতে পুলিশ কাজ করেছে। শিগগিরই বিস্তারিত জানা যাবে।
ট্যাগস