বিআরটিসির ঈদ স্পেশাল বাস চলবে শুক্রবার থেকে
- আপডেট সময় ০৪:১৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩
- / ৯৬ বার পড়া হয়েছে
আগামী (১৪ এপ্রিল) শুক্রবার থেকে রাষ্ট্রায়ত্ত পরিবহন সংস্থার ‘ঈদ স্পেশাল সার্ভিস’ শুরু হবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। মঙ্গলবার (১১ এপ্রিল) সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
ঢাকার বিআরটিসির সাত ডিপো এবং গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জের চাষাড়া ডিপো থেকে দেশের বিভিন্ন জেলায় ঈদের সময় বিশেষ সার্ভিসের বাস চলবে। আগামী ২৩ এপ্রিল পর্যন্ত বাস চলাচল করবে। মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা শেখ ওয়ালীদ ফয়েজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার থেকে সংশ্লিষ্ট ডিপো থেকে অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে।
ঢাকায় মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ী, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ বাস ডিপো (চাষাড়া) থেকে বিশেষ বাসের আগাম টিকেট পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে ভোগান্তি এড়াতে যাত্রীদেরকে বিআরটিসির ‘ঈদ স্পেশাল সার্ভিসে’ চলাচলে বিআরটিসির পক্ষ থেকে অনুরোধ করে বলা হয়েছে, আগামী ১৮ এপ্রিল থেকে ঢাকার বিভিন্ন ডিপো ও টার্মিনালে জরুরি সেবার জন্য ৬০টি বাস নিম্নলিখিত স্ট্যান্ডবাই থাকবে।
এসব স্থান হলো- সায়েদাবাদ বাস টার্মিনাল, মিরপুর ১২ নম্বরস্হ মিরপুর বাস ডিপো, কল্যাণপুর বাস ডিপোর সামনে, নবীনগর ও মতিঝিল বাস ডিপোর সামনে, মহাখালী বাস টার্মিনাল, জোয়ারসাহারা বাস ডিপো, মোহাম্মদপুর বাস ডিপো, গাজীপুর চৌরাস্তা, হেমায়েতপুর বাসস্ট্যান্ড এবং চন্দ্রা বাসস্ট্যান্ড।