০১:৪১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

বিএনপির সঙ্গে সংলাপের প্রশ্নই আসে না : তথ্যমন্ত্রী

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ১০:০৩:২২ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩
  • / ৬৮ বার পড়া হয়েছে

তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে বিএনপির সঙ্গে সংলাপে বসার প্রশ্নই আসে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বুধবার (১৫ মার্চ) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে। নির্বাচনকালীন বর্তমান সরকার দায়িত্ব পালন করবে। তিনি বলেন, গত নির্বাচনে ৩০০ আসনে ৯০০টি মনোনয়ন দিয়েছিল বিএনপি। দেশের ইতিহাসে এমন ঘটনা প্রথম। সব আসনেই তারা মনোনয়ন বেচা-বিক্রি করেছে।

নির্বাচনে খারাপ ফল করার পেছনে এটি বড় প্রভাব ফেলেছে। হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগে পরীক্ষিত নেতাকর্মী ও জনপ্রিয়দের মনোনয়ন দেওয়া হয়। ১৯৯১ সালে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে অনেকেই বিএনপিতে গেছেন। পরে তারা বিএনপির মন্ত্রীও হয়েছে। তিনি বলেন, বিএনপির সৃষ্টি হালুয়া-রুটি বণ্টন করে।

রাস্তায় হালুয়া-রুটি ছড়ালে যেমন কাক জড়ো হয়, তেমনই রাজনীতিতেও কাক আছে। রাজনীতির কাকদের নিয়েই বিএনপির সৃষ্টি। আওয়ামী লীগের এই নেতা বলেন, বর্তমান বিএনপি নেতা মির্জা ফখরুল, রিজভী, খন্দকার মোশাররফ এক সময় অন্য দল করতেন। এ কারণে তাদের মধ্যে কোনো আদর্শ নেই। তারা পদ বাণিজ্য করেন।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

বিএনপির সঙ্গে সংলাপের প্রশ্নই আসে না : তথ্যমন্ত্রী

আপডেট সময় ১০:০৩:২২ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩

তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে বিএনপির সঙ্গে সংলাপে বসার প্রশ্নই আসে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বুধবার (১৫ মার্চ) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে। নির্বাচনকালীন বর্তমান সরকার দায়িত্ব পালন করবে। তিনি বলেন, গত নির্বাচনে ৩০০ আসনে ৯০০টি মনোনয়ন দিয়েছিল বিএনপি। দেশের ইতিহাসে এমন ঘটনা প্রথম। সব আসনেই তারা মনোনয়ন বেচা-বিক্রি করেছে।

নির্বাচনে খারাপ ফল করার পেছনে এটি বড় প্রভাব ফেলেছে। হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগে পরীক্ষিত নেতাকর্মী ও জনপ্রিয়দের মনোনয়ন দেওয়া হয়। ১৯৯১ সালে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে অনেকেই বিএনপিতে গেছেন। পরে তারা বিএনপির মন্ত্রীও হয়েছে। তিনি বলেন, বিএনপির সৃষ্টি হালুয়া-রুটি বণ্টন করে।

রাস্তায় হালুয়া-রুটি ছড়ালে যেমন কাক জড়ো হয়, তেমনই রাজনীতিতেও কাক আছে। রাজনীতির কাকদের নিয়েই বিএনপির সৃষ্টি। আওয়ামী লীগের এই নেতা বলেন, বর্তমান বিএনপি নেতা মির্জা ফখরুল, রিজভী, খন্দকার মোশাররফ এক সময় অন্য দল করতেন। এ কারণে তাদের মধ্যে কোনো আদর্শ নেই। তারা পদ বাণিজ্য করেন।