‘বিদেশিদের হাত-পা মালিশ করে লাভ না হওয়ায় বিএনপি হতাশাগ্রস্ত’
- আপডেট সময় ১১:০৭:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩
- / ৬৮ বার পড়া হয়েছে
বিদেশিদের হাত-পা মালিশ করেও কোনো লাভ না হওয়ায় বিএনপি হতাশাগ্রস্ত হয়ে কোলা ব্যাঙের মতো আওয়াজ তুলছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। রোববার (২৩ এপ্রিল) বিকেলে চট্টগ্রামে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, দুঃখজনক হলেও সত্য শেখ হাসিনার হাত ধরেই মিডিয়ার ব্যাপ্তি ঘটলেও আমরা সবসময় দেখতে পাই গণমাধ্যমে দেশের উন্নয়ন-অগ্রগতি সঠিকভাবে প্রকাশিত হয় না। খারাপ সংবাদগুলো অনেক অনেক গুরুত্ব দিয়ে প্রকাশিত হয়। কেউ কেউ মনে করেন ‘গুড নিউজ ইজ নো নিউজ, বেড নিউজ ইজ গুড নিউজ’ যা মোটেও সমীচীন নয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্যকে মিডিয়ার ওপর আক্রমণ হিসেবে উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, আমি মনে করি মিডিয়ার ওপর আক্রমণ করা সমীচীন নয়। মির্জা ফখরুল প্রচণ্ড হতাশা থেকে কথাগুলো বলেছেন।
আজকে বাংলাদেশে যেভাবে স্বস্তির ঈদযাত্রা হয়েছে, মানুষ যেভাবে স্বস্তিতে ঈদ উদযাপন করেছে বিশ্বমন্দা পরিস্থিতির মধ্যে এটি সত্যিই উদাহরণ। একটু অস্বস্তি ছিল গরমের কারণে। এই গরমের কারণে বিএনপি নেতাদের মাথাখারাপ হয়েছে কি না আমি জানি না। তথ্যমন্ত্রী বলেন, সারা পৃথিবীতে বিএনপির পেইড এজেন্ট রয়েছে। যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে। কিন্তু এগুলোতেও যখন কাজ হচ্ছে না, তখন মিডিয়ার ওপর চড়াও হয়েছে বিএনপি।
এসময় শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি এম এ সালাম এবং দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক মফিজুর রহমান উপস্থিত ছিলেন।