বিশ্বকাপ দলে ফেরা প্রসঙ্গে যা বললেন আফিফ
- আপডেট সময় ০২:৫৭:৩০ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩
- / ১১৯ বার পড়া হয়েছে
ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে (ডিপিএল) ‘অলিখিত’ ফাইনালে শেষ ওভারে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী লিমিটেড। রোমাঞ্চ জাগানো এই ম্যাচে জাতীয় দল থেকে সদ্য বাদ পড়া আফিফ হোসেন ধ্রুবকে ফিনিশারের ভূমিকায় দেখা গেছে।
জাতীয় দল থেকে বাদ পড়ার পর চলতি ডিপিএলে পুরোটা সময় খেলার সুযোগ পেয়েছেন আফিফ। আর দলকে ২২তম শিরোপা ছিনিয়ে আনতে অগ্রণী ভূমিকা রেখেছেন তিনি। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ২৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৪৫ রানের ওপেনিং জুটি উপহার দেন আনামুল হক বিজয় ও নাঈম শেখ। আর তুলি শেষ আঁচড়টি কাটেন আফিফ। পাঁচে নেমে অপরাজিত ৬০ রানের ইনিংসে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন আফিফ।
দল চ্যাম্পিয়ন হওয়ার পর গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন আফিফ। সেখানেই তাকে (আফিফ) প্রশ্ন করা হয়, ডিপিএল কি তার নিজেকে প্রমাণের মঞ্চ কি না; এরপর এ ব্যাটারের (আফিফ) সোজাসাপ্টা জবাব, এতকিছু ভেবে খেলেন না তিনি। আফিফের ভাষ্য, আমি আসলে এত বেশি চিন্তা করতে পছন্দ করি না। আমি শুধু আমার খেলাটা খেলতে এসেছি। চিন্তা করেছি, যেন ভালো খেলতে পারি। অবশ্যই ভালো খেলতে পেরেছি। দল চ্যাম্পিয়ন হয়েছে। আমার অবদান ছিল, খুশি।
এ সময় আফিফের ব্যাটিং ও পছন্দের পজিশন প্রসঙ্গও উঠে এলো। এ বিষয়ে তার (আফিফ) দাবি, আমি যে চাপের মধ্যে ব্যাটিং করেছি, চ্যাম্পিয়ন হতে হলে এমন চাপের মধ্যেই সব ব্যাটসম্যানদেরই ব্যাটিং করতে হবে। সেই জিনিসটা উপভোগ করার চেষ্টা করেছি। আমি সবসময় ওপরে খেলতে পছন্দ করি। সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় বিশ্বকাপের আগে জাতীয় দলে ফেরা প্রসঙ্গ প্রশ্নে স্পষ্ট জবাব দিলেন আফিফ। তার মন্তব্য, ভবিষ্যৎ নিয়ে না ভেবে বর্তমান নিয়ে থাকতেই পছন্দ করেন তিনি। সামনে তার সুযোগ আছে, সেখানেই ভালো পারফরম্যান্স করতে নজর দিবেন।
আফিফ আরও যোগ করলেন, আমি কখনোই প্রত্যাশা রাখি না। আমি সব সময় বর্তমানে থাকতে পছন্দ করি। এখানে খেলাগুলোতে আমি ফোকাস করেছি। সামনে যে খেলাগুলো আছে, সেগুলোয় নজর দিবো। উল্লেখ্য, এবারের ডিপিএলে ১৫টি ম্যাচ খেলেছেন আফিফ। এর মধ্যে ৫৫ গড় ও ১১০ স্ট্রাইক রেটে ১৩ ইনিংসে ৫৫০ রান করেছেন এই ব্যাটার।