হার্ট-ব্রিটেন স্টার অ্যাওয়ার্ডস-২০২৩
ব্রিটেনে তারকাদের সম্মাননা দিতে ব্যতিক্রমী উদ্যোগ
- আপডেট সময় ০৭:১১:১২ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩
- / ৩৪৬ বার পড়া হয়েছে
ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি তারকাদের সম্মাননা দেয়ার লক্ষ্যে ইভেন্ট ব্রিটেন ও হার্ট ক্লেম আগামী ৬ নভেম্বর লন্ডনের রয়েল রিজেন্সি হলে আয়োজন করতে যাচ্ছে “Heart-Britain star awards”। এরই লক্ষ্যে মঙ্গলবার (৩ অক্টোবর) পূর্ব লন্ডনের কলাপাতা রেস্টুরেন্টে “heart Britain star awards 2023” এর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন নিউহামের মেয়র রহিমা রহমান, বার্কিং এন্ড ডেগেনহাম এর মেয়র ফারুক চৌধুরী, ক্যামডেনের সাবেক মেয়র কাউন্সিলর নাসিম আলী, কাউন্সিলর জসিম উদ্দিন, টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসাইন, কাউন্সিলর ফয়জুর রহমান , ইভেন্ট ব্রিটেনের প্রতিষ্ঠাতা এস এইচ সোহাগ, হার্ট ক্লেম এর ডিরেক্টর ইমরান হোসাইন, ইভেন্ট আনিসুর রহমান অন্তূ, তুলি, শাহেদ উদ্দিন, কিটন সিকদার, মিসবাহ আহমেদ, মিনহাজ খান, সোহেল ইসলাম সহ কমিউনিটির বিশিষ্টজনরা l
উক্ত আয়োজনে জনপ্রিয় সংগীত তারকা বালাম, আগুনসহ খ্যাতনামা শিল্পীরা পারফর্ম করবেন বলে জানিয়েছে ‘ইভেন্ট ব্রিটেন ও হার্ট ক্লেম’ এর নেতারা।