১২:৩৩ অপরাহ্ন, সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪

‘ভারতের তুলনায় বাংলাদেশে বিদ্যুতের দাম কম’

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৬:৩৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩
  • / ১৪২ বার পড়া হয়েছে

ভারতের তুলনায় বাংলাদেশে বিদ্যুতের দাম এখনও কম বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার (২ মার্চ) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

তথ্যমন্ত্রী বলেন, বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে বিএনপির নেতারা অনেক কথাই বলেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশে বিদ্যুতের দাম কম। তিনি বলেন, যুক্তরাজ্যে বিদ্যুতের মূল্যস্ফীতি ১০০ শতাংশ ছাড়িয়েছে। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে কোনোটিতে ৫০, কোনোটিতে ৬০ শতাংশ, আবার অনেক দেশে ২০ শতাংশ মূল্যস্ফীতি ছাড়িয়ে গেছে। সে তুলনায় বাংলাদেশে বিদ্যুতের মূল্যস্ফীতি অনেক কম।

হাছান মাহমুদ বলেন, বাংলাদেশে বিদ্যুতের ইউনিট প্রাইস ৭ টাকা ৩২ পয়সা। অথচ, দিল্লিতে বাংলাদেশি টাকায় ১১ টাকা ১৫ পয়সা, মহারাষ্ট্রে ১১ টাকা ৩৩ পয়সা এবং পাঞ্জাবে ৮ টাকা ৬৩ পয়সা। যুক্তরাষ্ট্রে ১৮ টাকা ৩১ পয়সা, জার্মানিতে ৪১ টাকা ৯২ পয়সা, বেলজিয়ামে ৪৬ টাকা ৪৬ পয়সা, জাপানে ২৫ টাকা ৪৪ পয়সা। সবকিছু মিলিয়ে বাংলাদেশে ইউনিট প্রাইস এখনও কম।

তিনি বলেন, বিদ্যুতের দাম নিয়ে বিরোধীদল পৃথিবীর মানচিত্র আড়াল করে। তারা মানুষের কাছে এসব তথ্য আড়াল করে এবং মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালায়।আওয়ামী লীগের এই নেতা বলেন, বিশ্বের উন্নত দেশগুলোর তুলনায় বাংলাদেশে মূল্যস্ফীতি কম। শুধু তাই নয়, আশেপাশের দেশের তুলনায়ও দেশের মূল্যস্ফীতি কম।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

‘ভারতের তুলনায় বাংলাদেশে বিদ্যুতের দাম কম’

আপডেট সময় ০৬:৩৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩

ভারতের তুলনায় বাংলাদেশে বিদ্যুতের দাম এখনও কম বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার (২ মার্চ) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

তথ্যমন্ত্রী বলেন, বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে বিএনপির নেতারা অনেক কথাই বলেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশে বিদ্যুতের দাম কম। তিনি বলেন, যুক্তরাজ্যে বিদ্যুতের মূল্যস্ফীতি ১০০ শতাংশ ছাড়িয়েছে। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে কোনোটিতে ৫০, কোনোটিতে ৬০ শতাংশ, আবার অনেক দেশে ২০ শতাংশ মূল্যস্ফীতি ছাড়িয়ে গেছে। সে তুলনায় বাংলাদেশে বিদ্যুতের মূল্যস্ফীতি অনেক কম।

হাছান মাহমুদ বলেন, বাংলাদেশে বিদ্যুতের ইউনিট প্রাইস ৭ টাকা ৩২ পয়সা। অথচ, দিল্লিতে বাংলাদেশি টাকায় ১১ টাকা ১৫ পয়সা, মহারাষ্ট্রে ১১ টাকা ৩৩ পয়সা এবং পাঞ্জাবে ৮ টাকা ৬৩ পয়সা। যুক্তরাষ্ট্রে ১৮ টাকা ৩১ পয়সা, জার্মানিতে ৪১ টাকা ৯২ পয়সা, বেলজিয়ামে ৪৬ টাকা ৪৬ পয়সা, জাপানে ২৫ টাকা ৪৪ পয়সা। সবকিছু মিলিয়ে বাংলাদেশে ইউনিট প্রাইস এখনও কম।

তিনি বলেন, বিদ্যুতের দাম নিয়ে বিরোধীদল পৃথিবীর মানচিত্র আড়াল করে। তারা মানুষের কাছে এসব তথ্য আড়াল করে এবং মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালায়।আওয়ামী লীগের এই নেতা বলেন, বিশ্বের উন্নত দেশগুলোর তুলনায় বাংলাদেশে মূল্যস্ফীতি কম। শুধু তাই নয়, আশেপাশের দেশের তুলনায়ও দেশের মূল্যস্ফীতি কম।