ভালো নেই পরীমণি
- আপডেট সময় ০৩:০৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩
- / ১১৫ বার পড়া হয়েছে
সোশ্যাল মিডিয়ায় বেশ সরব ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমণি। প্রায় সময়ই নিজের ব্যক্তিগত, ভালো-মন্দ সব খবরই ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি। কখনও সংসার জীবন নিয়ে, কখনও বা বিতর্কিত কর্মকাণ্ডে।
তবে এবার ভক্তদের জন্য দুঃসংবাদ দিলেন পরীমণি। নেট মাধ্যমে নিজের অসুস্থতার খবর জানালেন লাস্যময়ী এই নায়িকা। শনিবার (১৩ মে) নিজের ফেসবুকে পরীমণি লিখেছেন, ‘জ্বর ১০৩!’ ইতোমধ্যে খবরটি শুনে কমেন্টবক্সে নায়িকার সুস্থতা কামনা করেছেন তার ভক্ত-অনুরাগীরা।
পোস্টটি দেওয়ার সঙ্গে সঙ্গেই পাঁচ হাজারেরও বেশি প্রতিক্রিয়া পড়েছে নেটিজেনদের। একজন লিখেছেন, সুস্থতা কামনা করি! আরেক ভক্ত লেখেন, ইনশাআল্লাহ দ্রুত সুস্থ হয়ে উঠবে। নায়িকার এক ভক্ত লিখেছেন, আল্লাহ দ্রুত সুস্থতা দান করুক আমিন। অনেকে আবার দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ারও পরামর্শ দিয়েছেন। জানা গেছে, আগামী ১৯ মে মুক্তি পাবে পরীমণি অভিনীত সিনেমা ‘মা’।
তবে দেশে মুক্তির আগেই কান চলচ্চিত্র উৎসবের ৭৬তম আসরে বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে প্রিমিয়ার হতে যাচ্ছে সিনেমাটি। আর এমন আনন্দঘন মুহূর্তেই অসুস্থতায় ভুগছেন এই অভিনেত্রী। প্রসঙ্গত, ‘মা’ সিনেমায় পরীমণি ছাড়া আরও অভিনয় করেছেন, রোবেনা করিম জুঁই, ফারজানা ছবি, আজাদ আবুল কালাম, সাজু খাদেম, শিল্পী সরকার অপু, সেতু, লাবণ্য, শাহাদাত হোসেন প্রমুখ।