মতিঝিলে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
- আপডেট সময় ১২:২৬:১৭ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩
- / ১৩৬ বার পড়া হয়েছে
রাজধানীর মতিঝিল এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় মো. তানভীর আহমেদ (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (৩ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর মতিঝিলের আরামবাগ এলাকা এ দুর্ঘটনা ঘটে। পরে শনিবার সকাল পৌনে নয়টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের বন্ধু সিয়াম জানান, রাজধানীর আবুজর গিফারী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল তানভীর। রাতে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে দ্রুতগামী একটি মাইক্রোবাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তানভীর। পরে তাকে উদ্ধার করে রাত একটার দিকে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সিয়াম জানান, তানভীর রাজধানীর দক্ষিণ কমলাপুরের কবরস্থান রোড এলাকার মো. আল আমিনের সন্তান। বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।