মানহানি-চাঁদাবাজি-হত্যার হুমকির মামলা শাকিব খানের
- আপডেট সময় ০৫:৩৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩
- / ১২১ বার পড়া হয়েছে
চলচ্চিত্র প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে মানহানি ও চাঁদাবাজি ও হত্যার হুমকির অভিযোগে আদালতে নালিশি মামলা করেছেন চিত্রনায়ক শাকিব খান।
বৃহস্পতিবার (২৩ মার্চ) বেলা ১১টা ১৫ মিনিটের দিকে তিনি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আরফাতুল রাকিবের আদালতে পৌঁছান এবং মামলাটি করেন।বিষয়টি নিশ্চিত করেছেন শাকিব খানের আইনজীবী তানভীর আহম্মেদ। তিনি জানান, এই মামলায় আদালত সমন জারি করেছেন এবং মামলাটি আমলে নিয়ে অভিযুক্ত রহমত উল্লাহকে তলব ও আগামী ২৪ এপ্রিল শুনানির দিন ধার্য করেছেন।
এদিকে আদালত থেকে বেরিয়ে চিত্রনায়ক শাকিব খান সাংবাদিকদের বলেন, ‘থানা থেকে যে পরামর্শ দিয়েছিল, আমি অলরেডি চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেছি। দু-একদিনের মধ্যেই সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাব। আমি আশা করছি ন্যায়বিচার পাব।’ শাকিব খানের আইনজীবী মো. খায়রুল হাসান জানান, পেনাল কোডের ৩৮৫ ও ৫০৬ ধারায় মামলা করা হয়েছে।