০৬:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

‘মানুষের কথা ভাবেন বলেই শেখ হাসিনা ১৪ বছর ক্ষমতায় আছেন’

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৮:৫৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩
  • / ৫৭ বার পড়া হয়েছে

মানুষের কথা ভাবেন বলেই ষড়যন্ত্রের মধ্যেও শেখ হাসিনা টানা ১৪ বছর ক্ষমতায় আছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার (১১ এপ্রিল) গুলশানে সিটি করপোরেশন মার্কেটের সামনে আয়োজিত ইফতারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, শেখ হাসিনার জনপ্রিয়তার কারণে ওরা ভোটে জিতবে না জেনেই নির্বাচনকে বানচাল করতে চায়, প্রয়োজনে তাকে হত্যা করতে চায়। তিনি বলেন, প্রধানমন্ত্রীর পরিশ্রম দেখে মুগ্ধ হয়ে যাই। তিনি দিনে ৩ থেকে সাড়ে তিন ঘণ্টা ঘুমান। বঙ্গবন্ধু পরিবার দেশ ও দেশের মানুষ ছাড়া কিছুই ভাবে না।

আওয়ামী লীগের এই নেতা বলেন, সারা বিশ্ব শেখ হাসিনাকে একজন সৎ প্রধানমন্ত্রী হিসেবে গণ্য করে। তার ছেলে-মেয়ের কোনো হাওয়া ভবন নেই, বিকল্প ক্ষমতার কেন্দ্র নেই। কাদের বলেন, শেখ রেহানা লন্ডনে বাসে, ট্রামে ও ট্রেনে চড়েন। সেখানে তার কোনো গাড়িও নেই। শেখ হাসিনা তার ছেলেকে ব্যবসা করতে দেননি।

তিনি চাকরি করে খান। শেখ রেহানার ছেলে-মেয়েরাও তাই। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

‘মানুষের কথা ভাবেন বলেই শেখ হাসিনা ১৪ বছর ক্ষমতায় আছেন’

আপডেট সময় ০৮:৫৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩

মানুষের কথা ভাবেন বলেই ষড়যন্ত্রের মধ্যেও শেখ হাসিনা টানা ১৪ বছর ক্ষমতায় আছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার (১১ এপ্রিল) গুলশানে সিটি করপোরেশন মার্কেটের সামনে আয়োজিত ইফতারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, শেখ হাসিনার জনপ্রিয়তার কারণে ওরা ভোটে জিতবে না জেনেই নির্বাচনকে বানচাল করতে চায়, প্রয়োজনে তাকে হত্যা করতে চায়। তিনি বলেন, প্রধানমন্ত্রীর পরিশ্রম দেখে মুগ্ধ হয়ে যাই। তিনি দিনে ৩ থেকে সাড়ে তিন ঘণ্টা ঘুমান। বঙ্গবন্ধু পরিবার দেশ ও দেশের মানুষ ছাড়া কিছুই ভাবে না।

আওয়ামী লীগের এই নেতা বলেন, সারা বিশ্ব শেখ হাসিনাকে একজন সৎ প্রধানমন্ত্রী হিসেবে গণ্য করে। তার ছেলে-মেয়ের কোনো হাওয়া ভবন নেই, বিকল্প ক্ষমতার কেন্দ্র নেই। কাদের বলেন, শেখ রেহানা লন্ডনে বাসে, ট্রামে ও ট্রেনে চড়েন। সেখানে তার কোনো গাড়িও নেই। শেখ হাসিনা তার ছেলেকে ব্যবসা করতে দেননি।

তিনি চাকরি করে খান। শেখ রেহানার ছেলে-মেয়েরাও তাই। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।