১১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪

মাহে রমজানের শুভেচ্ছা জানালেন ট্রুডো

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ১১:১৭:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩
  • / ১৪৫ বার পড়া হয়েছে

বিশ্বের সব মুসলিমকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। স্থানীয় সময় বুধবার (২২ মার্চ) কানাডার প্রধানমন্ত্রীর ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই শুভেচ্ছা জানান উত্তর আমেরিকার এই দেশটির প্রধানমন্ত্রী।

বিবৃতিতে জাস্টিন ট্রুডো বলেছেন, আগামীকাল (বৃহস্পতিবার) কানাডা ও সারা বিশ্বের মুসলমানরা পবিত্র রমজান মাস শুরু করবেন। তিনি বলেন, রমজান মুসলিম ক্যালেন্ডারের নবম মাস, আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখার মাধ্যমে এই মাস শুরু এবং শেষ হয়। এ মাসটি মুসলমানদের জন্য আধ্যাত্মিক চিন্তা, উপবাস, প্রার্থনা এবং দাতব্য দান করার সময়। এ মাসে মুসলিমরা সারাদিন রোজা রেখে সন্ধ্যার পর পরিবার এবং বন্ধুদের নিয়ে একসঙ্গে ইফতার উপভোগ করেন। ইফতার শেষে তারা নামাজ আদায় করেন।

Tomorrow, Muslim communities will mark the beginning of #Ramadan – a time of spiritual contemplation, fasting, prayer, and charity. Prime Minister Justin Trudeau wishes all Muslims in Canada and around the world a blessed and peaceful Ramadan. https://t.co/DqEXRcGysI

— CanadianPM (@CanadianPM) March 22, 2023

ট্রুডো বলেন, রমজান সমবেদনা, কৃতজ্ঞতা এবং উদারতার মূল্যবোধগুলো প্রতিফলিত করার সুযোগ দেয়। কানাডার এই প্রধানমন্ত্রী বলেন, রমজানের শুরুতে আমাদের প্রাণবন্ত এবং বৈচিত্র্যময় জাতীয় সমাজে মুসলিম সম্প্রদায়ের চলমান অবদান উদযাপনে সকল কানাডিয়ানের সঙ্গে যোগ দিচ্ছি আমি। আমাদের পরিবারের পক্ষ থেকে, সোফি এবং আমি যারা একটি আশীর্বাদপূর্ণ এবং শান্তিপূর্ণ রমজান উদযাপন করছেন তাদের সকলকে শুভেচ্ছা জানাই।

রমজান মোবারক

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

মাহে রমজানের শুভেচ্ছা জানালেন ট্রুডো

আপডেট সময় ১১:১৭:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩

বিশ্বের সব মুসলিমকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। স্থানীয় সময় বুধবার (২২ মার্চ) কানাডার প্রধানমন্ত্রীর ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই শুভেচ্ছা জানান উত্তর আমেরিকার এই দেশটির প্রধানমন্ত্রী।

বিবৃতিতে জাস্টিন ট্রুডো বলেছেন, আগামীকাল (বৃহস্পতিবার) কানাডা ও সারা বিশ্বের মুসলমানরা পবিত্র রমজান মাস শুরু করবেন। তিনি বলেন, রমজান মুসলিম ক্যালেন্ডারের নবম মাস, আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখার মাধ্যমে এই মাস শুরু এবং শেষ হয়। এ মাসটি মুসলমানদের জন্য আধ্যাত্মিক চিন্তা, উপবাস, প্রার্থনা এবং দাতব্য দান করার সময়। এ মাসে মুসলিমরা সারাদিন রোজা রেখে সন্ধ্যার পর পরিবার এবং বন্ধুদের নিয়ে একসঙ্গে ইফতার উপভোগ করেন। ইফতার শেষে তারা নামাজ আদায় করেন।

Tomorrow, Muslim communities will mark the beginning of #Ramadan – a time of spiritual contemplation, fasting, prayer, and charity. Prime Minister Justin Trudeau wishes all Muslims in Canada and around the world a blessed and peaceful Ramadan. https://t.co/DqEXRcGysI

— CanadianPM (@CanadianPM) March 22, 2023

ট্রুডো বলেন, রমজান সমবেদনা, কৃতজ্ঞতা এবং উদারতার মূল্যবোধগুলো প্রতিফলিত করার সুযোগ দেয়। কানাডার এই প্রধানমন্ত্রী বলেন, রমজানের শুরুতে আমাদের প্রাণবন্ত এবং বৈচিত্র্যময় জাতীয় সমাজে মুসলিম সম্প্রদায়ের চলমান অবদান উদযাপনে সকল কানাডিয়ানের সঙ্গে যোগ দিচ্ছি আমি। আমাদের পরিবারের পক্ষ থেকে, সোফি এবং আমি যারা একটি আশীর্বাদপূর্ণ এবং শান্তিপূর্ণ রমজান উদযাপন করছেন তাদের সকলকে শুভেচ্ছা জানাই।

রমজান মোবারক