১১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪

মা হলেন গওহর খান

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ১২:৫৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩
  • / ১১৫ বার পড়া হয়েছে

বিয়ের তিন বছরের মাথায় পুত্রসন্তানের মা হলেন বলিউড অভিনেত্রী গওহর খান। বৃহস্পতিবার (১১ মে) রাতে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম দেন তিনি। এটি গওহর খান ও জায়েদ দরবার দম্পতির প্রথম সন্তান।

ইতোমধ্যে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে খবরটি জানিয়েছেন গওহর খান। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, আনন্দ কি তা সত্যিই বুঝতে পারলাম। ভালোবাসা ও আশীর্বাদের জন্য আমার সদ্য জন্ম নেওয়া ছেলে সবাইকে ধন্যবাদ জানিয়েছে। আপনারা সবাই আমার ছেলের জন্য আশীর্বাদ করবেন।

করোনা সংকটের সময়ে ৯ বছরের বড় গওহর খানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান জায়েদ দরবার। কিন্তু বয়সের এই ব্যবধান বাধা হয়ে দাঁড়ায়নি তাদের ভালোবাসায়। ২০২০ সালের ডিসেম্বরে করোনার বিধিনিষেধ শিথিল হতেই বিয়ে করেন গওহর-জায়েদ।

প্রসঙ্গত, বলিপাড়ায় এক সময় প্রেম-ভালোবাসা নিয়ে ব্যাপক চর্চায় ছিলেন গওহর খান। নির্মাতা সাজিদ খানের ও অভিনেতা কুশল ট্যান্ডনের সঙ্গেও প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন এই অভিনেত্রী। তবে কারও সঙ্গেই পরিণয় ঘটেনি তার। অবশেষে জায়েদ দরবারকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেন গওহর।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

মা হলেন গওহর খান

আপডেট সময় ১২:৫৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩

বিয়ের তিন বছরের মাথায় পুত্রসন্তানের মা হলেন বলিউড অভিনেত্রী গওহর খান। বৃহস্পতিবার (১১ মে) রাতে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম দেন তিনি। এটি গওহর খান ও জায়েদ দরবার দম্পতির প্রথম সন্তান।

ইতোমধ্যে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে খবরটি জানিয়েছেন গওহর খান। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, আনন্দ কি তা সত্যিই বুঝতে পারলাম। ভালোবাসা ও আশীর্বাদের জন্য আমার সদ্য জন্ম নেওয়া ছেলে সবাইকে ধন্যবাদ জানিয়েছে। আপনারা সবাই আমার ছেলের জন্য আশীর্বাদ করবেন।

করোনা সংকটের সময়ে ৯ বছরের বড় গওহর খানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান জায়েদ দরবার। কিন্তু বয়সের এই ব্যবধান বাধা হয়ে দাঁড়ায়নি তাদের ভালোবাসায়। ২০২০ সালের ডিসেম্বরে করোনার বিধিনিষেধ শিথিল হতেই বিয়ে করেন গওহর-জায়েদ।

প্রসঙ্গত, বলিপাড়ায় এক সময় প্রেম-ভালোবাসা নিয়ে ব্যাপক চর্চায় ছিলেন গওহর খান। নির্মাতা সাজিদ খানের ও অভিনেতা কুশল ট্যান্ডনের সঙ্গেও প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন এই অভিনেত্রী। তবে কারও সঙ্গেই পরিণয় ঘটেনি তার। অবশেষে জায়েদ দরবারকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেন গওহর।