মেট্রোরেলের আরও ২ স্টেশন খুলবে ১৫ মার্চ
- আপডেট সময় ০৯:৪৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩
- / ১৩৮ বার পড়া হয়েছে
যাত্রী চলাচলের জন্যে মেট্রোরেলের আরও দুটি স্টেশন আগামী ১৫ মার্চ খুলে দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক এ তথ্য জানান।
তিনি বলেন, মিরপুর-১১ এবং কাজীপাড়া স্টেশন আগামী ১৫ মার্চ থেকে চালু হবে। এ ছাড়া চলতি মাসেই উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়ায় স্টেশন খুলে দেওয়া হবে। এম এ এন সিদ্দিক বলেন, মার্চের মধ্যেই উত্তরা থেকে আগারগাঁও অংশের ৯টি স্টেশনের সবগুলো স্টেশন চালু করব। তিনি আরও বলেন, আগারগাঁও থেকে মতিঝিল অংশের কাজও শেষপর্যায়ে।
স্টেশনের কাজ প্রায় শেষ। এক্সিট ও এন্ট্রির নির্মাণকাজ চলছে। আশা করছি, বছরের শেষ দিকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালু করা হবে। উল্লেখ্য, গত বছরের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল উদ্বোধন করেন। পরের দিন থেকে মেট্রোরেল সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয়। উত্তরা থেকে আগারগাঁও অংশের ৯টি স্টেশনের মধ্যে বর্তমানে পাঁচটি স্টেশন চালু রয়েছে।