১০:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০৭ অক্টোবর ২০২৪

মে মাসে যেমন থাকবে আবহাওয়া

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৭:২২:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩
  • / ১২৭ বার পড়া হয়েছে

চলতি মাসে (এপ্রিল) দেশব্যাপী তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠে। এরমধ্যে গত ১৬ এপ্রিল ঢাকায় ৫৮ বছরে সর্বোচ্চ ৪১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। বৃষ্টির জন্য দেশের বিভিন্ন জায়গায় ‘ইসতিসকার’ নামাজও আদায় করা হয়।

মাসের বেশিরভাগে তীব্র গরম থাকলেও শেষের দিকে বৃষ্টিতে কিছুটা স্বস্তি মেলে। তবে, আবহাওয়া অধিদপ্তর বলছে, মে মাসেও দেশে তীব্র গরম অনুভূত হবে। একইসঙ্গে দেশব্যাপী বৃষ্টিপাত বাড়ার পাশাপাশি ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মে মাসে সামগ্রিকভাবে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে ২ থেকে ৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি ও তীব্র কালবৈশাখী ঝড় এবং দেশের অন্যত্র ৫ থেকে ৭ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা ও মাঝারি ধরনের কালবৈশাখি ঝড় হতে পারে।

মে মাসে তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, এ মাসে একটি তীব্র তাপপ্রবাহের (৪০ ডিগ্রি সেলসিয়াস) পাশাপাশি দুই থেকে তিনটি মৃদু (৩৬ থেকে ৩৮ ডিগ্রি) এবং মাঝারি (৩৮ থেকে ৪০ ডিগ্রি) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ ছাড়া মে মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

উল্লেখ্য, আবহাওয়া অধিদপ্তর দীর্ঘমেয়াদি দুটি পূর্বাভাস দিয়ে থাকে। এর মধ্যে এক মাসব্যাপী পূর্বাভাসটা প্রত্যেক মাসের ২ তারিখের মধ্যে এবং তিন মাসব্যাপী পূর্বাভাস তিনমাস অন্তর অন্তর দেওয়া হয়।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

মে মাসে যেমন থাকবে আবহাওয়া

আপডেট সময় ০৭:২২:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩

চলতি মাসে (এপ্রিল) দেশব্যাপী তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠে। এরমধ্যে গত ১৬ এপ্রিল ঢাকায় ৫৮ বছরে সর্বোচ্চ ৪১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। বৃষ্টির জন্য দেশের বিভিন্ন জায়গায় ‘ইসতিসকার’ নামাজও আদায় করা হয়।

মাসের বেশিরভাগে তীব্র গরম থাকলেও শেষের দিকে বৃষ্টিতে কিছুটা স্বস্তি মেলে। তবে, আবহাওয়া অধিদপ্তর বলছে, মে মাসেও দেশে তীব্র গরম অনুভূত হবে। একইসঙ্গে দেশব্যাপী বৃষ্টিপাত বাড়ার পাশাপাশি ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মে মাসে সামগ্রিকভাবে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে ২ থেকে ৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি ও তীব্র কালবৈশাখী ঝড় এবং দেশের অন্যত্র ৫ থেকে ৭ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা ও মাঝারি ধরনের কালবৈশাখি ঝড় হতে পারে।

মে মাসে তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, এ মাসে একটি তীব্র তাপপ্রবাহের (৪০ ডিগ্রি সেলসিয়াস) পাশাপাশি দুই থেকে তিনটি মৃদু (৩৬ থেকে ৩৮ ডিগ্রি) এবং মাঝারি (৩৮ থেকে ৪০ ডিগ্রি) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ ছাড়া মে মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

উল্লেখ্য, আবহাওয়া অধিদপ্তর দীর্ঘমেয়াদি দুটি পূর্বাভাস দিয়ে থাকে। এর মধ্যে এক মাসব্যাপী পূর্বাভাসটা প্রত্যেক মাসের ২ তারিখের মধ্যে এবং তিন মাসব্যাপী পূর্বাভাস তিনমাস অন্তর অন্তর দেওয়া হয়।