০৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

‘মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার’

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৪:৫৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩
  • / ১২২ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সবার মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার। বৃহস্পতিবার (৬ এপ্রিল) জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ অধিবেশনের আগে সংসদের কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে তিনি এ কথা বলেন।

বৈঠকে সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রকাশিত বিশেষ গ্রন্থের মোড়ক উন্মোচন করে প্রধানমন্ত্রী বলেন, প্রজন্মের পর প্রজন্ম বাংলাদেশের মানুষকে বোঝা এবং তাদের আর্থসামাজিক উন্নতির সবকিছু জানার একটা সুযোগ পাবে এ গ্রন্থের মাধ্যমে। তিনি বলেন, পৃথিবীর মধ্যে এটা বিরল ঘটনা যে মুক্তিযুদ্ধের পর মাত্র ৯ মাসে একটি সংবিধান প্রণয়ন করে বাঙালি জাতিকে উপহার দিয়েছিলেন বঙ্গবন্ধু।

এ সংবিধানটি পৃথিবীতে বোধ হয় সর্বশ্রেষ্ঠ সংবিধান হিসেবে পরিগণিত। বিজয় অর্জনের পর ১৯৭৩ সালের ৭ এপ্রিল যাত্রা শুরু করে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের জাতীয় সংসদ। কালের পরিক্রমায় এ সংসদ পেরিয়েছে প্রতিষ্ঠার ৫০ বছর। জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সকালে শুরু হয় বিশেষ এ অধিবেশনের কার্যক্রম।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী সেশনে যোগ দেন সংসদ সদস্যরা। অধিবেশনের প্রথম দিন শোক প্রস্তাব উত্থাপন করা হয়। বিদেহীদের রুহের শান্তিকামনায় মোনাজাত করা হয়। কমিটির রিপোর্ট উপস্থাপন এবং আইন প্রণয়নের মতো স্বাভাবিক কার্যক্রম শুরুর পর প্রথম দিনের অধিবেশন মুলতবি করেন স্পিকার।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

‘মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার’

আপডেট সময় ০৪:৫৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সবার মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার। বৃহস্পতিবার (৬ এপ্রিল) জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ অধিবেশনের আগে সংসদের কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে তিনি এ কথা বলেন।

বৈঠকে সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রকাশিত বিশেষ গ্রন্থের মোড়ক উন্মোচন করে প্রধানমন্ত্রী বলেন, প্রজন্মের পর প্রজন্ম বাংলাদেশের মানুষকে বোঝা এবং তাদের আর্থসামাজিক উন্নতির সবকিছু জানার একটা সুযোগ পাবে এ গ্রন্থের মাধ্যমে। তিনি বলেন, পৃথিবীর মধ্যে এটা বিরল ঘটনা যে মুক্তিযুদ্ধের পর মাত্র ৯ মাসে একটি সংবিধান প্রণয়ন করে বাঙালি জাতিকে উপহার দিয়েছিলেন বঙ্গবন্ধু।

এ সংবিধানটি পৃথিবীতে বোধ হয় সর্বশ্রেষ্ঠ সংবিধান হিসেবে পরিগণিত। বিজয় অর্জনের পর ১৯৭৩ সালের ৭ এপ্রিল যাত্রা শুরু করে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের জাতীয় সংসদ। কালের পরিক্রমায় এ সংসদ পেরিয়েছে প্রতিষ্ঠার ৫০ বছর। জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সকালে শুরু হয় বিশেষ এ অধিবেশনের কার্যক্রম।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী সেশনে যোগ দেন সংসদ সদস্যরা। অধিবেশনের প্রথম দিন শোক প্রস্তাব উত্থাপন করা হয়। বিদেহীদের রুহের শান্তিকামনায় মোনাজাত করা হয়। কমিটির রিপোর্ট উপস্থাপন এবং আইন প্রণয়নের মতো স্বাভাবিক কার্যক্রম শুরুর পর প্রথম দিনের অধিবেশন মুলতবি করেন স্পিকার।