১০:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

যুক্তরাজ্যে রাজতন্ত্রবিরোধী গ্রুপের প্রধান গ্রেপ্তার

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৭:০৯:১৭ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩
  • / ৭৪ বার পড়া হয়েছে

যুক্তরাজ্যের রাজতন্ত্রবিরোধী গ্রুপ রিপাবলিকের নেতা গ্রাহাম স্মিথসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। শনিবার (৬ মে) রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের আগে তাদের গ্রেপ্তার করে লন্ডন মেট্রোপলিটন পুলিশ।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে শতাধিক প্ল্যাকার্ড জব্দ করা হয়। রিপাবলিকের পক্ষ থেকে এ ঘটনার প্রতিবাদ করা হয়েছে। আলজাজিরা ও রয়টার্সের তথ্যমতে, রাজা চার্লসের রাজ্যাভিষেকের কয়েক ঘণ্টা আগে লন্ডনের রাস্তায় রিপাবলিক গ্রুপের সদস্যরা ‘নট মাই কিং’ লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

তারা লন্ডনের ট্রাফালগার স্কোয়ারের কাছে জড়ো হন। সেখান থেকেই তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বেশ কিছু মানবাধিকার সংগঠন উদ্বেগ জানিয়েছে। তারা বলছে, শান্তিপূর্ণ প্রতিবাদ আন্তর্জাতিক আইনে ‘স্পষ্টভাবে সুরক্ষিত’।

এদিকে স্থানীয় সময় শনিবার (৬ মে) সকালে ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে যুক্তরাজ্যের ৪০তম রাজা হিসেবে শপথ নিয়েছেন তৃতীয় চার্লস। এরপর চার্লসকে রাজমুকুট পরানো হয়। তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক ঘিরে বিশ্বনেতাদের পাশাপাশি দুই হাজারের বেশি অতিথি অংশ নিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

যুক্তরাজ্যে রাজতন্ত্রবিরোধী গ্রুপের প্রধান গ্রেপ্তার

আপডেট সময় ০৭:০৯:১৭ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩

যুক্তরাজ্যের রাজতন্ত্রবিরোধী গ্রুপ রিপাবলিকের নেতা গ্রাহাম স্মিথসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। শনিবার (৬ মে) রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের আগে তাদের গ্রেপ্তার করে লন্ডন মেট্রোপলিটন পুলিশ।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে শতাধিক প্ল্যাকার্ড জব্দ করা হয়। রিপাবলিকের পক্ষ থেকে এ ঘটনার প্রতিবাদ করা হয়েছে। আলজাজিরা ও রয়টার্সের তথ্যমতে, রাজা চার্লসের রাজ্যাভিষেকের কয়েক ঘণ্টা আগে লন্ডনের রাস্তায় রিপাবলিক গ্রুপের সদস্যরা ‘নট মাই কিং’ লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

তারা লন্ডনের ট্রাফালগার স্কোয়ারের কাছে জড়ো হন। সেখান থেকেই তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বেশ কিছু মানবাধিকার সংগঠন উদ্বেগ জানিয়েছে। তারা বলছে, শান্তিপূর্ণ প্রতিবাদ আন্তর্জাতিক আইনে ‘স্পষ্টভাবে সুরক্ষিত’।

এদিকে স্থানীয় সময় শনিবার (৬ মে) সকালে ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে যুক্তরাজ্যের ৪০তম রাজা হিসেবে শপথ নিয়েছেন তৃতীয় চার্লস। এরপর চার্লসকে রাজমুকুট পরানো হয়। তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক ঘিরে বিশ্বনেতাদের পাশাপাশি দুই হাজারের বেশি অতিথি অংশ নিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছেন।