০৭:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
শিরোনাম
যুক্তরাষ্ট্রে একটি পার্টিতে এলোপাতাড়ি গুলি, নিহত ২
নিজস্ব সংবাদ দাতা
- আপডেট সময় ১১:১২:০১ পূর্বাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩
- / ১১৫ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রে একটি হাউস পার্টিতে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে দুজনের মৃত্যু হয়েছে। আহত আরও ছয়জন। রোববার (৫ মার্চ) সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনের তথ্যমতে, দেশটির জর্জিয়ার ডগলাস কাউন্টিতে একটি হাউস পার্টিতে অন্তত ১০০ কিশোর-কিশোরী অংশ নিয়েছিল। সেখানে হঠাৎ এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে। তবে কী কারণে ওই বন্দুকধারী গুলি চালিয়েছেন, তা জানা যায়নি।
কর্তৃপক্ষ ওই বন্দুকধারীর বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি এবং কাউকে গ্রেপ্তার করেনি। গুলির সময় সেখানে কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি ছিলেন কি না, তাও স্পষ্ট নয়।এদিকে প্রকৃত ঘটনা জানতে তদন্ত শুরু হয়েছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ।
ট্যাগস