০৬:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

যেভাবে নিয়োগ পেলেন ‘চিফ হিট অফিসার’ বুশরা

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ১১:১২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩
  • / ৮০ বার পড়া হয়েছে

চিফ হিট অফিসার (সিএইচও) পদে নিয়োগ পেলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের মেয়ে বুশরা আফরিন। এই নিয়োগের ক্ষেত্রে করপোরেশন বা মেয়রের কোনো ভূমিকা নেই বলে জানিয়েছে ডিএনসিসি।

ডিএনসিসি কর্তৃপক্ষ বলছে, বুশরা আফরিনকে নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাড্রিয়েন আরশট-রকফেলার ফাউন্ডেশন রেসিলিয়েন্স সেন্টার (আরশট-রক) এবং তিনি ফাউন্ডেশনের হয়েই কাজ করবেন। তবে ফাউন্ডেশনের ওয়েবসাইটের তথ্য বলছে, কোনো নগরের তাপপ্রবাহের প্রভাব মোকাবিলায় মেয়র বা নেতৃত্বস্থানীয় অন্যরা চিফ হিট অফিসার পদ তৈরি করে এ পদে নিয়োগ দিতে পারেন।

কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে বুশরাকে অর্থাৎ নিজের মেয়েকে চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ দিয়েছেন মেয়র আতিক। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনাও শুরু হয়েছে। মূলত বুধবার ঢাকা শহরের তাপমাত্রা কমাতে ডিএনসিসি ও যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাড্রিয়েন আরশট রকফেলার ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা চুক্তি হয়। এই চুক্তির কারণে সিটি করপোরেশন এবং প্রতিষ্ঠানটি যৌথভাবে কাজ করবে বলে বলা হয়।

আর এ কার্যক্রম পরিচালনার জন্য ঢাকা উত্তর সিটিতে এশিয়ার প্রথম শহর হিসেবে মেয়র আতিকুল ইসলামের মেয়ে বুশরা আফরিনকে চিফ হিট অফিসার (সিএইচও) পদে নিয়োগ দেয়া হয়। সেই থেকে চলছে এই আলোচনা-সমালোচনা। বলা হচ্ছে, সিএইচও হিসেবে বুশরা আফরিন প্রচণ্ড গরমের প্রেক্ষাপটে ঢাকা উত্তরকে নিরাপদ করার জন্য নেতৃত্বে দেবেন। তাপমাত্রা কমাতে তিনি শহরব্যাপী নানা কর্মসূচি বাস্তবায়ন করবেন। ঢাকা উত্তরের জনগণের মধ্যে তাপ সচেতনতা বৃদ্ধি, সুরক্ষা প্রচেষ্টা ত্বরান্বিতকরণসহ নতুন নতুন কাজ করবেন।

এ বিষয়ে জানতে চাইলে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন বলেন, মেয়র কন্যা বুশরা আফরিনের এই নিয়োগের ক্ষেত্রে করপোরেশনের কোনো সম্পৃক্ততা নেই। তাকে বেতন বা অন্য কোনো সুবিধা আমরা দেবো না; ডিএনসিসিতে তিনি অফিসও করবেন না। সুতরাং এটা আমাদের নিয়োগ বলার সুযোগ নেই।

এই ফাউন্ডেশন বুশরা অফরিনসহ সারাবিশ্বের আরও আটজনকে হিট অফিসার হিসেবে নিয়োগ দিয়েছে। ফাউন্ডেশন যদি মনে করে কাল থেকে রাজশাহীর সিটি করপোরেশনের সঙ্গে কাজ করবে তাহলে তারা বুশরাকে রাজশাহীতে নিয়ে যাবে। এখানে ডিএনসিসির কোনো হাত নেই।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

যেভাবে নিয়োগ পেলেন ‘চিফ হিট অফিসার’ বুশরা

আপডেট সময় ১১:১২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩

চিফ হিট অফিসার (সিএইচও) পদে নিয়োগ পেলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের মেয়ে বুশরা আফরিন। এই নিয়োগের ক্ষেত্রে করপোরেশন বা মেয়রের কোনো ভূমিকা নেই বলে জানিয়েছে ডিএনসিসি।

ডিএনসিসি কর্তৃপক্ষ বলছে, বুশরা আফরিনকে নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাড্রিয়েন আরশট-রকফেলার ফাউন্ডেশন রেসিলিয়েন্স সেন্টার (আরশট-রক) এবং তিনি ফাউন্ডেশনের হয়েই কাজ করবেন। তবে ফাউন্ডেশনের ওয়েবসাইটের তথ্য বলছে, কোনো নগরের তাপপ্রবাহের প্রভাব মোকাবিলায় মেয়র বা নেতৃত্বস্থানীয় অন্যরা চিফ হিট অফিসার পদ তৈরি করে এ পদে নিয়োগ দিতে পারেন।

কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে বুশরাকে অর্থাৎ নিজের মেয়েকে চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ দিয়েছেন মেয়র আতিক। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনাও শুরু হয়েছে। মূলত বুধবার ঢাকা শহরের তাপমাত্রা কমাতে ডিএনসিসি ও যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাড্রিয়েন আরশট রকফেলার ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা চুক্তি হয়। এই চুক্তির কারণে সিটি করপোরেশন এবং প্রতিষ্ঠানটি যৌথভাবে কাজ করবে বলে বলা হয়।

আর এ কার্যক্রম পরিচালনার জন্য ঢাকা উত্তর সিটিতে এশিয়ার প্রথম শহর হিসেবে মেয়র আতিকুল ইসলামের মেয়ে বুশরা আফরিনকে চিফ হিট অফিসার (সিএইচও) পদে নিয়োগ দেয়া হয়। সেই থেকে চলছে এই আলোচনা-সমালোচনা। বলা হচ্ছে, সিএইচও হিসেবে বুশরা আফরিন প্রচণ্ড গরমের প্রেক্ষাপটে ঢাকা উত্তরকে নিরাপদ করার জন্য নেতৃত্বে দেবেন। তাপমাত্রা কমাতে তিনি শহরব্যাপী নানা কর্মসূচি বাস্তবায়ন করবেন। ঢাকা উত্তরের জনগণের মধ্যে তাপ সচেতনতা বৃদ্ধি, সুরক্ষা প্রচেষ্টা ত্বরান্বিতকরণসহ নতুন নতুন কাজ করবেন।

এ বিষয়ে জানতে চাইলে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন বলেন, মেয়র কন্যা বুশরা আফরিনের এই নিয়োগের ক্ষেত্রে করপোরেশনের কোনো সম্পৃক্ততা নেই। তাকে বেতন বা অন্য কোনো সুবিধা আমরা দেবো না; ডিএনসিসিতে তিনি অফিসও করবেন না। সুতরাং এটা আমাদের নিয়োগ বলার সুযোগ নেই।

এই ফাউন্ডেশন বুশরা অফরিনসহ সারাবিশ্বের আরও আটজনকে হিট অফিসার হিসেবে নিয়োগ দিয়েছে। ফাউন্ডেশন যদি মনে করে কাল থেকে রাজশাহীর সিটি করপোরেশনের সঙ্গে কাজ করবে তাহলে তারা বুশরাকে রাজশাহীতে নিয়ে যাবে। এখানে ডিএনসিসির কোনো হাত নেই।