যে কারণে কম বোলিং করেছেন মিরাজ
- আপডেট সময় ০৫:০৫:৩০ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩
- / ১১৯ বার পড়া হয়েছে
ইংল্যান্ডের চেমসফোর্ডে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ম্যাচে আইরিশদের ৩২০ রানের পাহাড়সমান টার্গেট ৩ উইকেট হাতে রেখেই টপকে গেছে টাইগাররা। এই জয়ে ১-০ তে সিরিজে এগিয়ে গেল তামিম ইকবালের দল। এর আগে, সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল।
এ ম্যাচে ওয়ানডেতে ক্যারিয়ার সেরা ইনিংস খেলে সেঞ্চুরি তুলে নেন তিনে নামা টপ-অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত। তবে শান্তর সেঞ্চুরি ছাপিয়ে বাংলাদেশের বোলিং বিভাগের আশ্চর্যজনক একটি বিষয় ক্রিকেটপ্রেমীদের নজর কেড়েছে। এই ম্যাচে টাইগারদের বিশেষজ্ঞ অফ-স্পিনার মেহেদী হাসান মিরাজকে আক্রমণেই আনা হচ্ছিল না। ম্যাচের একদম শেষ দিকে তাকে দিয়ে মাত্র ২ ওভার বল করানো হয়।
দুই ওভারে ৬ দশমিক ৫ গড়ে ১৩ রান খরচায় উইকেটশূন্য ছিলেন এই অলরাউন্ডার। তবে তার (মিরাজ) এই দুই ওভার থেকে কোনো বাউন্ডারি কিংবা ওভার বাউন্ডারি নিতে পারেনি আইরিশরা। এমন দারুণ স্পেলের পরও কেন মিরাজকে বোলিং অ্যাকশনে আনা হয়নি, এ নিয়ে উঠেছে নানান প্রশ্ন। ম্যাচ শেষে এ নিয়ে খোলাসা করেছেন নাজমুল হোসেন শান্ত।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এই টপ-অর্ডার জানালেন, আমাদের মধ্যে অনেক আগে থেকেই চিন্তা হচ্ছিল কথা হচ্ছিল অধিনায়কের সঙ্গে যে মিরাজকে আনা যায় কি না। তবে তাইজুলের উপর বিশ্বাসটা বেশি ছিল। শান্তর ভাষ্য, ফলে শেষের দিকে মনে হয় যে ডানহাতি বোলারকে মারাটা কঠিন। কারণ, এই পাশটা বড় ছিল। সে (হ্যারি টেক্টর) বাঁ-হাতি স্পিনারকে ভালো খেলছিল। ওর (মিরাজ) ওপরেই বিশ্বাস ছিল এবং সে যথেষ্ট সামর্থ্যবান যেকোনো সময় বল করার জন্য।
শান্ত আরও যোগ করলেন, এটাই সে করেছে, খুবই ভালো বোলিং করেছে। আমার মনে হয়, এসব জিনিস আমাদের সামনের দিনগুলোতে সাহায্য করতে পারে, যেকোনো সময় যে কেউ বল করতে পারে। এদিকে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আগামী রোববার (১৪ মে) মাঠে নামবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড।