যে কারণে ব্রাজিলের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন আনচেলত্তি
- আপডেট সময় ০৭:৩২:২৯ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩
- / ১১৩ বার পড়া হয়েছে
ফুটবল বিশ্বমঞ্চে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। দলটির কোচ হওয়ার মধ্য দিয়ে নিশ্চিতভাবেই বিশ্বে মর্যাদা বেড়ে যেত যে কারও। কিন্তু সেই সুযোগটা লুফে নেননি কার্লো আনচেলত্তি। রিয়াল মাদ্রিদকেই প্রাধান্য দিয়েছেন ইতালিয়ান এই কোচ।
মরুর বুকে প্রথম বিশ্বকাপ থেকে শূন্য হাতেই বিদায় নেয় সেলেসাওরা। এরপর পদত্যাগ করেন দলটি কোচ প্রফেসর তিতে। তিতের পদত্যাগের পর থেকেই কোচহীন ছিল নেইমাররা। এরপর কয়েকটি গণমাধ্যমে গুঞ্জন ওঠে, আনচেলত্তিই ব্রাজিল দলের প্রধান টার্গেট। এতদিন গণমাধ্যমে গুঞ্জন থাকলেও এবার ব্রাজিলের কোচ হওয়ার প্রস্তাবের বিষয়টি অকপটে স্বীকার করেছেন আনচেলত্তি।
আনচেলত্তির ভাষ্য, বাস্তবতা হলো ব্রাজিলিয়ান জাতীয় দল আমাকে চায়। আমিও ভালোবাসি সেটা। আমি রোমাঞ্চিত। তার দাবি, এটা উত্তেজনাকর। কিন্তু আপনার যে চুক্তি আছে, সেটাকেও শ্রদ্ধা করতে হবে; যে চুক্তি আমি সম্পন্ন করতে চাই। আনচেলত্তি বললেন, আমি রিয়াল মাদ্রিদকে পছন্দ করি। সবকিছু অবশ্য বেশ স্পষ্ট, মাদ্রিদ যত দিন চাইবে, আমি তত দিন এখানে থাকব।
রিয়ালের সঙ্গে ২০২৪ সাল পর্যন্ত আনচেলত্তির চুক্তি রয়েছে। ২০২২ সালে দ্বিতীয় মেয়াদে ক্লাবটিতে যোগ দেন ৬৩ বছর বয়সী এই কোচ। তার অধীনেই লস ব্লাঙ্কোরা লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতে। তবে এবার লা লিগায় বার্সা থেকে ১৫ পয়েন্টে পিছনে থাকলেও চ্যাম্পিয়নস লিগ ও কোপা দেল রেতে শিরোপার সম্ভাবনা বাড়াচ্ছে রিয়াল।