০৯:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

রাজধানীতে আজ সমাবেশ করবে শ্রমিক দল

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ১০:১২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১ মে ২০২৩
  • / ১৭৪ বার পড়া হয়েছে

আজ সোমবার (১ মে) মহান মে দিবস। এ উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রা ও শ্রমিক সমাবেশ করবে জাতীয়তাবাদী শ্রমিক দল। সোমবার (০১ মে) বেলা আড়াইটায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ করবে সংগঠনটি। এরপর শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

শ্রমিক দল নেতারা জানিয়েছে, রমজান এবং ঈদের ছুটির পর প্রথম কর্মসূচি নিয়ে আজ মে দিবসের মধ্য দিয়ে আবারও মাঠে নামছে বিএনপি। এর মাধ্যমেই আন্দোলনের গতি ফেরাতে চায় দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে থাকা দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি।

শ্রমিক সমাবেশে বড় শোডাউনের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিতে চায় তারা। শ্রমিক সমাবেশ থেকে নতুন কর্মসূচির ঘোষণা আসতে পারে বলেও জানা গেছে। তবে কি ধরনের কর্মসূচি আসবে তা জানা যায়নি। সমাবেশের সভাপতিত্ব করবেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বক্তব্য রাখবেন- জাতীয় নেতৃবৃন্দ, শ্রমিক নেতৃবৃন্দ বিএনপি সিনিয়র নেতৃবৃন্দসহ অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

রাজধানীতে আজ সমাবেশ করবে শ্রমিক দল

আপডেট সময় ১০:১২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১ মে ২০২৩

আজ সোমবার (১ মে) মহান মে দিবস। এ উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রা ও শ্রমিক সমাবেশ করবে জাতীয়তাবাদী শ্রমিক দল। সোমবার (০১ মে) বেলা আড়াইটায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ করবে সংগঠনটি। এরপর শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

শ্রমিক দল নেতারা জানিয়েছে, রমজান এবং ঈদের ছুটির পর প্রথম কর্মসূচি নিয়ে আজ মে দিবসের মধ্য দিয়ে আবারও মাঠে নামছে বিএনপি। এর মাধ্যমেই আন্দোলনের গতি ফেরাতে চায় দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে থাকা দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি।

শ্রমিক সমাবেশে বড় শোডাউনের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিতে চায় তারা। শ্রমিক সমাবেশ থেকে নতুন কর্মসূচির ঘোষণা আসতে পারে বলেও জানা গেছে। তবে কি ধরনের কর্মসূচি আসবে তা জানা যায়নি। সমাবেশের সভাপতিত্ব করবেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বক্তব্য রাখবেন- জাতীয় নেতৃবৃন্দ, শ্রমিক নেতৃবৃন্দ বিএনপি সিনিয়র নেতৃবৃন্দসহ অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ।