রাজধানীতে ছিনতাই চক্রের চার নারী সদস্য গ্রেপ্তার
- আপডেট সময় ০৭:৫৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩
- / ১০৫ বার পড়া হয়েছে
রাজধানীর মিরপুর-১০নং গোলচত্বরে আল বারাকা হোটেলের সামনে থেকে ছিনতাই চক্রের চার নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৪ মার্চ) দুপুরে এসব তথ্য জানান মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসীন। গ্রেপ্তারকৃত চার নারী হলেন- মনিকা (২০), মিম ওরফে সমলা (১৯), সোহাগী (২০) এবং রিতু (২৪)।
মোহাম্মদ মোহসীন জানান, মনিকা ও রিতু কোলে বাচ্চা নিয়ে ঘুরে বেড়ান। আর মিম ও সোহাগী পথচারী সেজে তাদের আশেপাশে থাকতেন। মনিকা ও রিতু পথচারীর মোবাইল ফোন ছিনিয়ে পালানোর চেষ্টা করতেন। অন্যদিকে পথচারী তাদের আটকানোর চেষ্টা করলে আশপাশে থাকা মিম ও সোহাগী এসে ঝগড়া বাধিয়ে দিতেন।
আর এই সুযোগে বাকি দুজন লাপাত্তা হয়ে যান। মনিকার ১৫ মাস বয়সী এবং রিতুর ৪ বছর বয়সী ছেলে রয়েছে। তারা কোলে বাচ্চা নিয়ে ঘুরতে থাকেন। তারা নারী পথচারীকে ছিনতাইয়ের জন্য টার্গেট করেন। সুবিধাজনক স্থানে গিয়ে তারা মোবাইল ফোন ছিনিয়ে পালিয়ে যান।
এর মধ্যে পথচারীরা চিৎকার শুরু করলে আশপাশে থাকা ওই চক্রের বাকি সদস্যরা পথচারী সেজে সেখানে উপস্থিত হতো। ধাক্কা বা অন্য কোন অজুহাতে তার সঙ্গে ঝগড়া বাধিয়ে দিতো। এই সুযোগে মনিকা ও রিতু পালিয়ে যেত। তিনি বলেন, বৃহস্পতিবার একই কায়দায় ছিনতাইয়ের সময় ঘটনাস্থল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।