০৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
শিরোনাম
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৪

নিজস্ব সংবাদ দাতা
- আপডেট সময় ০৯:৪৪:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩
- / ২০৯ বার পড়া হয়েছে
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ ৫৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রোববার (১২ মার্চ) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ডিএমপি জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার ভোর ৬টা থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৯ হাজার ৩৯৩ পিস ইয়াবা, ৯ গ্রাম হেরোইন (১১৬ পুরিয়া), ৯৯ কেজি ৮৫ গ্রাম গাঁজা ছাড়াও ২০ লিটার দেশীয় তৈরি মদসহ ২৬ পিস নেশাজাতীয় ইনজেকশনদ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা দায়ের করা হয়েছে।
ট্যাগস