০২:২৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

রাজধানীতে রিকশাচালককে গামছা পেঁচিয়ে হত্যার অভিযোগ

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ১০:৪২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩
  • / ১২৯ বার পড়া হয়েছে

রাজধানীর ডেমরা থানার আমলিয়া মডেল টাউন শূন্যা টেংরা এলাকায় মো. মিরাজ হোসেন (২৫) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ মার্চ) সকালে এ ঘটনা ঘটে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল (মিটফোর্ড) মর্গে পাঠায় পুলিশ।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রযুক্তির সহায়তায় নিহতদের নাম-পরিচয় শনাক্ত করি। মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিডফোর্ড) হাসপাতালে পাঠানো হয়েছে। ওসি মো. শফিকুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

হত্যাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তিনি বলেন, মিরাজ পেশায় রিকশাচালক ছিলেন। তিনি শ্যামপুর থানার বটতলা ব্রিজ এলাকায় থাকতেন। তার বাড়ি বরিশাল জেলার কাউনিয়া থানার চরকমিশন গ্রামে। তিনি ওই এলাকার মৃত আলী হোসেনের ছেলে। এ ঘটনায় ডেমরা থানায় একটি মামলা হয়েছে।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

রাজধানীতে রিকশাচালককে গামছা পেঁচিয়ে হত্যার অভিযোগ

আপডেট সময় ১০:৪২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩

রাজধানীর ডেমরা থানার আমলিয়া মডেল টাউন শূন্যা টেংরা এলাকায় মো. মিরাজ হোসেন (২৫) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ মার্চ) সকালে এ ঘটনা ঘটে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল (মিটফোর্ড) মর্গে পাঠায় পুলিশ।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রযুক্তির সহায়তায় নিহতদের নাম-পরিচয় শনাক্ত করি। মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিডফোর্ড) হাসপাতালে পাঠানো হয়েছে। ওসি মো. শফিকুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

হত্যাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তিনি বলেন, মিরাজ পেশায় রিকশাচালক ছিলেন। তিনি শ্যামপুর থানার বটতলা ব্রিজ এলাকায় থাকতেন। তার বাড়ি বরিশাল জেলার কাউনিয়া থানার চরকমিশন গ্রামে। তিনি ওই এলাকার মৃত আলী হোসেনের ছেলে। এ ঘটনায় ডেমরা থানায় একটি মামলা হয়েছে।