১২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫

রাজধানীতে স্কুলশিক্ষিকার আত্মহত্যা

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৭:৫১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩
  • / ১২০ বার পড়া হয়েছে

রাজধানীর গেন্ডারিয়া এলাকায় মালেকা জোবাইদা সুমি (৩০) নামে এক স্কুলশিক্ষিকা আত্মহত্যা করেছেন। শুক্রবার (২৪ মার্চ) দুপুরে পারিবারিক কলহের জেরে ফাঁস নেন তিনি।

মালেকা জোবাইদা সুমির স্বামী কাইয়ুম বলেন, পারিবারিক বিষয় নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে সুমি তার রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। এরপর অনেক ডাকাডাকি করার পরও দরজা না খুললে আমরা দরজা ভেঙে রুমে ঢুকি। এ সময় সুমিকে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়।

পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

রাজধানীতে স্কুলশিক্ষিকার আত্মহত্যা

আপডেট সময় ০৭:৫১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩

রাজধানীর গেন্ডারিয়া এলাকায় মালেকা জোবাইদা সুমি (৩০) নামে এক স্কুলশিক্ষিকা আত্মহত্যা করেছেন। শুক্রবার (২৪ মার্চ) দুপুরে পারিবারিক কলহের জেরে ফাঁস নেন তিনি।

মালেকা জোবাইদা সুমির স্বামী কাইয়ুম বলেন, পারিবারিক বিষয় নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে সুমি তার রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। এরপর অনেক ডাকাডাকি করার পরও দরজা না খুললে আমরা দরজা ভেঙে রুমে ঢুকি। এ সময় সুমিকে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়।

পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।