১১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪

রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৭:১৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩
  • / ১২৫ বার পড়া হয়েছে

লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবিতে রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠান শুরু হয়েছে। এতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৬ মে) সকালে (স্থানীয় সময়) রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি।

ক্যান্টারবিউরির আর্চবিশপ পরিচালিত এই অনুষ্ঠানে মহামান্য রাজা তৃতীয় চার্লস ও রানি কনসোর্ট ক্যামিলা পার্কারকে মুকুট পরানো হয়। এর আগে প্রধানমন্ত্রী ৫ মে রাজা ও রানি কনসোর্টের অভিষেকের শুরুতেই রাষ্ট্র ও সরকার প্রধান এবং বিদেশি প্রতিনিধিদের জন্য রাজা তৃতীয় চার্লসের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

এ ছাড়া শেখ হাসিনা যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে মতবিনিময় করেন। শুক্রবার কমনওয়েলথ সচিবালয়ে কমনওয়েলথ লিডারস ইভেন্টে যোগ দেন তিনি। প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাংকের ৫০ বছরের অংশীদারিত্ব উদযাপন অনুষ্ঠানে যোগদান এবং জাপানে সরকারি সফরের পর তৃতীয় ধাপে ৪ মে লন্ডনে পৌঁছেন।

রাজা তৃতীয় চার্লেস এই অভিষেক অনুষ্ঠানে আয়ারল্যান্ড, ফ্রান্স, স্পেন, বেলজিয়াম, জাপান, হাঙ্গেরি ও অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা উপস্থিত ছিলেন।জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে ১৫ দিনের তিন দেশ সফর শেষে প্রধানমন্ত্রী ৯ মে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৭:১৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩

লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবিতে রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠান শুরু হয়েছে। এতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৬ মে) সকালে (স্থানীয় সময়) রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি।

ক্যান্টারবিউরির আর্চবিশপ পরিচালিত এই অনুষ্ঠানে মহামান্য রাজা তৃতীয় চার্লস ও রানি কনসোর্ট ক্যামিলা পার্কারকে মুকুট পরানো হয়। এর আগে প্রধানমন্ত্রী ৫ মে রাজা ও রানি কনসোর্টের অভিষেকের শুরুতেই রাষ্ট্র ও সরকার প্রধান এবং বিদেশি প্রতিনিধিদের জন্য রাজা তৃতীয় চার্লসের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

এ ছাড়া শেখ হাসিনা যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে মতবিনিময় করেন। শুক্রবার কমনওয়েলথ সচিবালয়ে কমনওয়েলথ লিডারস ইভেন্টে যোগ দেন তিনি। প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাংকের ৫০ বছরের অংশীদারিত্ব উদযাপন অনুষ্ঠানে যোগদান এবং জাপানে সরকারি সফরের পর তৃতীয় ধাপে ৪ মে লন্ডনে পৌঁছেন।

রাজা তৃতীয় চার্লেস এই অভিষেক অনুষ্ঠানে আয়ারল্যান্ড, ফ্রান্স, স্পেন, বেলজিয়াম, জাপান, হাঙ্গেরি ও অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা উপস্থিত ছিলেন।জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে ১৫ দিনের তিন দেশ সফর শেষে প্রধানমন্ত্রী ৯ মে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।