০১:৪০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪
শিরোনাম
রোববার বৃষ্টির আভাস, কমতে পারে গরম
নিজস্ব সংবাদ দাতা
- আপডেট সময় ০২:৫১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩
- / ১৩২ বার পড়া হয়েছে
রাজধানীতে তাপমাত্রা ৩৭ থেকে ৩৮ ডিগ্রি থাকলেও অনুভূত হচ্ছে ৪২ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় এতো গরম অনুভূত হচ্ছে।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল থেকে রাজধানীর আকাশে কিছু মেঘ থাকলেও বেলা বাড়তেই তা কমে যায়। বাড়তে থাকে রোদের তীব্রতা। যারা কাজে বাইরে বের হয়েছিলেন, তাদের পড়তে হয় দুর্ভোগে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে মেঘ বাড়তে পারে।
সেই সঙ্গে বৃষ্টি ও কালবৈশাখী হতে পারে সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগ ছাড়া অন্যান্য বিভাগের কিছু জায়গায়। তবে বাতাসে আর্দ্রতা আরও বেড়ে গরমের তীব্রতা বাড়তে পারে। আগামী রোববার থেকে সারাদেশে বৃষ্টি বেড়ে গরমের তীব্রতা কমে আসতে পারে।
ট্যাগস