১২:২৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

লিজেন্ডস লিগ ক্রিকেটে রাজ্জাক-রাজিন

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৫:২২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩
  • / ১০৭ বার পড়া হয়েছে

ক্রিকেটীয় ব্যস্ততায় ভরপুর পুরো বিশ্ব। ঘরোয়া ও আন্তর্জাতিক ব্যস্ততার মধ্যেই মরুর বুকে শুরু হচ্ছে কিংবদন্তি ক্রিকেটারদের টি-টোয়েন্টি টুর্নামেন্ট লিজেন্ডস লিগ ক্রিকেট বা এলএলসি মাস্টার্স।

শুক্রবার (১০ মার্চ) দোহার ওয়েস্ট অ্যান্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে পর্দা উঠছে এই টুর্নামেন্টের। আসরের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে গৌতম গম্ভীরের ইন্ডিয়া মহারাজাস ও শহিদ আফ্রিদির নেতৃত্বাধীন এশিয়া লায়ন্স। টুর্নামেন্টের অন্য আরেকটি দল ওয়ার্ল্ড জায়ান্টসকে নেতৃত্ব দেবেন অ্যারন ফিঞ্চ।

এই লিগে বাংলাদেশের সাবেক দুই তারকা ক্রিকেটার রাজিন সালেহ ও আব্দুর রাজ্জাক এশিয়া লায়ন্স স্কোয়াডে রয়েছেন। এতে মোট ছয়টি লিগ ম্যাচ, একটি এলিমিনেটরসহ সব মিলিয়ে মোট আটটি ম্যাচ হবে। আর ২০ মার্চ ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের।

এক নজরে তিন দলের স্কোয়াড :

ইন্ডিয়া মহারাজাস স্কোয়াড : গৌতম গম্ভীর (অধিনায়ক), মোহাম্মদ কাইফ, মুরালি বিজয়, ইউসুফ পাঠান, ইরফান পাঠান, সুরেশ রায়না, মানভিন্দর বিসলা, রবিন উথাপ্পা, অশোক দিন্দা, হরভজন সিং, জগিন্দর শর্মা, পারভিন্দর আওয়ানা, স্টুয়ার্ড বিন্নি, প্রভীন কুমার, প্রজ্ঞান ওঝা, শ্রীশান্ত ও প্রবীণ তাম্বে।

এশিয়ান লায়ন্স স্কোয়াড : শহীদ আফ্রিদি (অধিনায়ক), মুত্তিয়া মুরালিধরন, আসগার আফগান, মিসবাহ-উল-হক, আব্দুল রাজ্জাক, তিলাকারত্নে দিলশান, রাজিন সালেহ, আব্দুর রাজ্জাক, দিলহারা ফার্নান্দো, পারাস খাদকা, মোহাম্মদ আমীর, মোহাম্মদ হাফিজ, থিসারা পেরেরা, শোয়েব আখতার, সোহেল তানভীর ও উপুল থারাঙ্গা।

ওয়ার্ল্ড জায়ান্টস স্কোয়াড : অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ক্রিস গেইল, হার্শেল গিবস, রস টেইলর, শেন ওয়াটসন, মরনে মরকেল, অ্যালবি মরকেল, জ্যাক ক্যালিস, কেভিন ও’ব্রায়েন, মরনে ভ্যান উইক, ব্রেট লি, মন্টি প্যানেসার, লিন্ডল সিমন্স ও পল কলিংউড।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

লিজেন্ডস লিগ ক্রিকেটে রাজ্জাক-রাজিন

আপডেট সময় ০৫:২২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩

ক্রিকেটীয় ব্যস্ততায় ভরপুর পুরো বিশ্ব। ঘরোয়া ও আন্তর্জাতিক ব্যস্ততার মধ্যেই মরুর বুকে শুরু হচ্ছে কিংবদন্তি ক্রিকেটারদের টি-টোয়েন্টি টুর্নামেন্ট লিজেন্ডস লিগ ক্রিকেট বা এলএলসি মাস্টার্স।

শুক্রবার (১০ মার্চ) দোহার ওয়েস্ট অ্যান্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে পর্দা উঠছে এই টুর্নামেন্টের। আসরের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে গৌতম গম্ভীরের ইন্ডিয়া মহারাজাস ও শহিদ আফ্রিদির নেতৃত্বাধীন এশিয়া লায়ন্স। টুর্নামেন্টের অন্য আরেকটি দল ওয়ার্ল্ড জায়ান্টসকে নেতৃত্ব দেবেন অ্যারন ফিঞ্চ।

এই লিগে বাংলাদেশের সাবেক দুই তারকা ক্রিকেটার রাজিন সালেহ ও আব্দুর রাজ্জাক এশিয়া লায়ন্স স্কোয়াডে রয়েছেন। এতে মোট ছয়টি লিগ ম্যাচ, একটি এলিমিনেটরসহ সব মিলিয়ে মোট আটটি ম্যাচ হবে। আর ২০ মার্চ ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের।

এক নজরে তিন দলের স্কোয়াড :

ইন্ডিয়া মহারাজাস স্কোয়াড : গৌতম গম্ভীর (অধিনায়ক), মোহাম্মদ কাইফ, মুরালি বিজয়, ইউসুফ পাঠান, ইরফান পাঠান, সুরেশ রায়না, মানভিন্দর বিসলা, রবিন উথাপ্পা, অশোক দিন্দা, হরভজন সিং, জগিন্দর শর্মা, পারভিন্দর আওয়ানা, স্টুয়ার্ড বিন্নি, প্রভীন কুমার, প্রজ্ঞান ওঝা, শ্রীশান্ত ও প্রবীণ তাম্বে।

এশিয়ান লায়ন্স স্কোয়াড : শহীদ আফ্রিদি (অধিনায়ক), মুত্তিয়া মুরালিধরন, আসগার আফগান, মিসবাহ-উল-হক, আব্দুল রাজ্জাক, তিলাকারত্নে দিলশান, রাজিন সালেহ, আব্দুর রাজ্জাক, দিলহারা ফার্নান্দো, পারাস খাদকা, মোহাম্মদ আমীর, মোহাম্মদ হাফিজ, থিসারা পেরেরা, শোয়েব আখতার, সোহেল তানভীর ও উপুল থারাঙ্গা।

ওয়ার্ল্ড জায়ান্টস স্কোয়াড : অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ক্রিস গেইল, হার্শেল গিবস, রস টেইলর, শেন ওয়াটসন, মরনে মরকেল, অ্যালবি মরকেল, জ্যাক ক্যালিস, কেভিন ও’ব্রায়েন, মরনে ভ্যান উইক, ব্রেট লি, মন্টি প্যানেসার, লিন্ডল সিমন্স ও পল কলিংউড।