শেখ হাসিনাকে ইরানের প্রেসিডেন্টের ফোন
																
								
							
                                - আপডেট সময় ০৯:১৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩
 - / ১৯৭ বার পড়া হয়েছে
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রাইসি।টেলিফোন আলাপে দুই নেতা কুশল বিনিময়ের পাশাপাশি দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে আলাপ করেন।
সোমবার (১৭ এপ্রিল) বিকেলে ইরানি প্রেসিডেন্ট এই ফোন করেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। ফোনালাপে দুই নেতা কুশলাদি বিনিময় করেন এবং দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদারের ব্যাপারে আলোচনা করেন। বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানানোর জন্য ইরানের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তিনি ইরানের প্রেসিডেন্ট এবং দেশটির জনগণকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানান।
শেখ হাসিনা সৌদি আরবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার জন্য ইরানকে অভিনন্দন জানান। তিনি বলেন, এটি একটি সফল কূটনৈতিক কৌশলের চমৎকার উদাহরণ। যা উপসাগরীয় অঞ্চল এবং তার বাইরেও বৃহত্তর আঞ্চলিক স্থিতিশীলতার দিকে পরিচালিত করবে। ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসন, আল-আকসা মসজিদের অপবিত্রতা এবং ফিলিস্তিনি মুসল্লিদের ওপর হামলার নিন্দা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান, বাংলাদেশ সরকার ইসরায়েলি বাহিনীর এই ধরনের বেআইনি কাজের নিন্দা করেছে।
তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের আর্থিক সহায়তা হ্রাস সত্ত্বেও পাঁচ বছরেরও বেশি সময় ধরে রোহিঙ্গা শরণার্থীদের প্রতি প্রসারিত মানবিক আচরণ সম্পর্কে রাইসিকে অবহিত করেন। ইরানের প্রেসিডেন্টকে সুবিধামত বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী এবং ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা জানান।
																			










